প্রত্যয়

বন্দনা কবীর ১৪ আগস্ট ২০১৪, বৃহস্পতিবার, ১১:০২:০৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তোমার রক্ত দেখে যে আতংকে কেঁপেছিল আমার গর্ভধারিনি
লুটিয়ে পড়া বিলাপে গগন কাঁপিয়েছিল, সেই দৃশ্য আমি দেখিনি
জন্মদাতার মুখে সে গল্প শুনেছি বহুবার ;
শুনতে শুনতে একসময় মনে হয়েছে যেন তা চাক্ষুষ করেছি নিজেও
শোনা শেষে ছোট্ট বুকটা চিরে বড় কটা শ্বাস বেরিয়েছে বার বার
হাহাকার হয়ে ; শুকনো চোখ খরখরা ।

না
তোমার জন্য চোখের জল ফেলে মাতম করিনা আমি পিতা'
তোমার উঁচিয়ে ধরা আঙ্গুলের শপথ, ঐ অঙ্গুলিটিকেই পাথেয় করেছি
জ্ঞানাবধি । মানুষ' তোমার ভুল ভ্রান্তির চেয়ে ভালবেসেছি
তোমার ভালবাসাকে
তোমার প্রিয়তমা বাংলাদেশকে ।

তার কসম,
তোমার স্বপ্ন আপন চোখের কাজল করে পথ হেঁটেছি বহুকাল, একা।

শরীরের ছয় লিটার রক্তের যে স্রোত, তার প্রতিটি দোলায় তোমার
ফুটন্ত ভাষার মর্মার্থ ভাসিয়ে নিজেকে দুলিয়েছি অহর্ণিশ;
তবু তোমার অনুগত নই বলে অপবাদ সয়েও বিচ্যুত হইনি।

তোমার স্বপ্ন বর্ণ দেহে মেখে দিনমান বর্ণ বদলাই দেহের
তাই আমি গিরিগিটি কারো কারোর চোখে
তবুও পিতা আমি কাঁদিনা -
চোয়াল শক্ত করা প্রতিজ্ঞায় স্থ্যির হই

তোমার হত্যাকারি আর তাদের দোসরদের বুকের রক্ত না পাই
তাদের ঠোঁটের কোনে হলেও রক্তের দাগ দেখতে চাই,
জীবনের একটাই লক্ষ্য তোমার আত্মাকে প্রেতপুরী থেকে মুক্ত করবো

আশির্বাদ করো পিতা,

সাদা কাফনে জড়িয়ে তিন হাতি মাটির ঘরে সুখ নিদ্রায় যাবার আগে
তোমার বিশ্বাসের ঘাতকদের বিনাশ যেন দেখতে পাই
নচেৎ যেন ক্ষুদিরামই হতে পারি,

পৃথিবী ফের অবাক বিস্ময়ে দেখবে প্রকৃতির পূনর্চিত্রায়ন
পাজরে বারুদের গন্ধ নিয়ে স্বার্থক করেছে এক বাকশালী তার জন্মগ্রহন।

 

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ