বিষণ্ণতা

নীলাঞ্জনা নীলা ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১০:০৩:১১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

অন্ধকারে আলোর ঝলকানি...
অন্ধকারে আলোর ঝলকানি...

পরিপক্ক একটা অপেক্ষা নিয়ে ঝিমোচ্ছে প্রেম।
প্রেম দেখতে কেমন?
নারী-নদী-আলো-ছায়া-বৃষ্টি?
নাকি পুরুষ-বিদ্যুৎ-আকাশ-মেঘ?
কবির কবিতা বলে যা রং ছড়ায়, তা-ই হচ্ছে প্রেম।
আর পরাজিত প্রেমিক-প্রেমিকারা বলে শুধুই খেলা।
এসব সত্যি নাকি মিথ্যে জানিনা কিছুই;
শুধু বলতে পারি,
একটি পরিপূর্ণ আবেগ অপেক্ষায় থাকতে থাকতে তারুণ্য কাল পার করে দিলো।
বোকা হৃদয়টা তারপরেও ভেবেই চলছে যখন তুমি আসবে,
ছাই রঙা মেঘের জলে তোমায় নিয়ে ভিঁজবো,
নাকি সন্ধ্যায় রূপালী বৃষ্টির জলে?

 

বিষণ্ণ সন্ধ্যা জানালার পিঠে ঝুলছে...
বিষণ্ণ সন্ধ্যা জানালার পিঠে ঝুলছে...

প্রশ্ন এবং উত্তরের মধ্যে অনেক দ্বন্দ্বের শুরু হয়।
নিজেকে বোঝাই, আর জমতে থাকে শীতল অভিমান।
কিন্তু ভোরের শিশিরের মতো অভিমানগুলো হাওয়ায় মিলিয়ে যায়
যখনই ভাবি তুমি তো আসবেই---
এই প্রতীক্ষায় বড়ো যন্ত্রণা,
বুকের ভেতরে যেনো কেউ খামচে ধরে রাখে
ব্যথায় নিঃশব্দ চিৎকার করে উঠি
আচ্ছা বলোতো জল গড়িয়ে না পড়লে তবে কি তা কান্না নয় ?
ওহ এতো প্রশ্ন করছি, তুমি তো শুনতেই পাচ্ছো না, কি করে উত্তর দেবে?
এলে দেখবে কেমন ছিলাম, আর কিভাবে আছি।

জানো না তুমি,
একটা বিষণ্ণ সন্ধ্যা জানালার পিঠে ঝুলছে সেই কবে থেকে---
আর আমি আলো জ্বালিয়ে ধরে রেখেছি।
.
.
হ্যামিল্টন, কানাডা
৮ জুলাই, ২০১৫ ইং।

দুটো ছবি-ই আমার বারান্দা থেকে তোলা আমার সেলফোনে। ঝড় আসার ঠিক আগে এমন একটি নীল সন্ধ্যা দেখেছিলাম জানালায় দাঁড়িয়ে, দৌঁড়ে তুলে ফেলি। আর তারপরেই ঝড়ের তান্ডব শুরু হয়। আর প্রথমটি ভর দুপুরের। অমনই ঝড় আসার আগে। একই আকাশ, একই ব্যালকনি আর একই সেল ফোন, কিন্তু সময়ের বদলে কেমন হয়ে যায়।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ