অ্যাডোনিসের অনিন্দ্য কুসুম

বোরহানুল ইসলাম লিটন ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ০৬:২৪:৩১পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

তোর মুখে যদি জেগে থাকতো
উত্তাল সমুদ্রের বুকে উচ্ছ্বাসে মেতে উঠা
উন্মত্ত লহরীর সফেদ ফেনা -
আমি ভাবতাম না!

থাকতো দু’চোখে যদি ভেসে
নীলিমার বক্ষে ছুটে চলা দুরন্ত মেঘের
’সৃষ্টি সুখ’ উল্লাসের দল বাঁধা স্বপ্ন -
আমি ভাবতাম না!

যদি বুঝতাম তোর অন্তর
লকলকে ঘাসের ডগায় ঝিরঝিরে বাতাসে
দোল খাওয়া লাল বরনের কোন ফড়িং এর বুকে
নির্দ্বিধায় সঁপে দেয় প্রশান্তির শ্বাস -
আমি ভাবতাম না!

যদি অনুভব করতে পারতাম তোর বাঞ্ছার বন্দে
ঘোর বিভাবরীর বুকে আছড়ে পড়া কালকূট ঝড়ের
তাণ্ডব সয়েও সগৌরবে ভিড়ে কলম্বাসের জাহাজ -
আমি একটুও ভাবতাম না!

মরেও বাঁচিয়ে রাখতাম নিজেকে
দেখিয়ে ছাড়তাম এই চরাচরকে
শুধু বিশ্বাস আর ভালোবাসায় স্নাত বলে
কেমন করে জন্ম নেয়
এক অ্যাডোনিসের ঝরা রক্ত থেকে
বারে বারে সিঁদুর বর্ণের অনিন্দ্য কুসুম!

ছবিঃ নেট থেকে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ