অসমাপ্ত…

শুন্য শুন্যালয় ২৫ এপ্রিল ২০১৫, শনিবার, ০৫:১২:৪৯অপরাহ্ন ছবিব্লগ ৫৮ মন্তব্য

IMG_5285 (3) []কোন কোন ভোর জলের শব্দে শুরু হয়
ভিজে যায় ফুল জলে, ভোরে
সব থেমে যায়, চলে যায়
কে কিংবা কি এক শুন্য পড়ে রয়।

IMG_4352 []কোন একদিন এমন জল ছিলো, ছিলো সময় একটু অনুরাগী,
আজ সময় জলে দুজনের পথের ভাগাভাগি।

IMG_5263 (3) []চাঁদের সাধ্য নেই সামলায় জোছনাকে
তবে মেঘের আছে।
সবার নজর এড়িয়ে রাখে নিজের কাছে...

IMG_3287 []সারাদিন ধরে কন্ঠ তোমার বেজে যায় বৃষ্টির  এফ,এম রেডিওতে
আমি শুনে যাই ক্লান্তিহীন, কখন থেমে যায় এই শংকাতে।

10653394_104280079903524_1278653958730232678_nযে যায়, সে যায়
উৎসুক চোখে উঁকিঝুঁকি হয়না, হয়ে ওঠে না
কিসের ভয় নিজের ছায়ায়!!

IMG_1924 (4) []হঠাৎ বেলা ফুরায়
কাঙাল আলো খুঁজে বেড়ায়
যে হারায় কূল, আলো আঁধারে  সে হারায় ব্যবধান ...

11149307_104278129903719_2528954122024836398_nতোমার জন্য অভিবাদন নয়,
আস্ত একটা জান্নাত ওপার থেকে এনে দিলাম
বি এওয়ার অফ সিডাকশান...

IMG_5261 (2) []অনুভূতির বিশ্রাম হয়না চলন্ত চোখে
তবু একটু থেমে থাকা,
অসমাপ্ত পথের নতুন শুরু...

0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ