অমরাবতীর দৈব প্রাচীরে

ছাইরাছ হেলাল ১৫ জানুয়ারি ২০১৭, রবিবার, ০৪:৫৬:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

খিল থাকে সবারই দরজায়, রাত্তিরের বেলা হাট করে হা হওয়া খোলা দরজা কেউ ই চায় না, রাখেও না। আমিও না!! কী না কী ঢুকে-ফুকে যায় প্রবিষ্টতার ছলে, কখনও-সখনও চোর-ছ্যাচোর, চামচিকে থেকে কিউলেক্স মশা বা সাতরঙা প্রজাপতি। খিল চাই, খিল, জবরদস্ত খিল, দরজা সে যেমনই হোক শুঁটকো কিম্বা উটকো, একহারা মেদহীন বা ঢাউস, চিমসে বা মাংসল বা এমুড়া-ওমুড়া দেখা যায় এত্তবড়, খিড়কি বা গুপ্ত সুরঙ্গ, রংচটা ভাঙ্গাচুরা জীর্ণ-শীর্ণ বা টসটসে লৌহকপাট। খিল দেই, তুলি; হাল্কা চালে, মনোরম বা পেল্লায় খিল। ফাঁকতালে চুপিসারে বা গভীর গোপনে খুলে-টুলে সেঁধিয়ে কেউ না যায় পাটাতনের পাঁজর কাঁপিয়ে দুলে দুলে ষাড়োন্মত্ত বিশাল-বিকট ধর্ষকের বেশে।
রাজকীয় বা কলাপাতার তোরণ-ফরণ যাই তুলিনা কেন, খিল কিন্তু চাই। কখন কী ঢুকে যায় ঢুকিয়ে দেয় জোর জবরদস্তি মেখে, পশু-পাখি ফুল-বেল থেকে অতিকায় আব্রাহাম ট্যাংক পর্যন্ত;
অবোধ আকুলতায় উন্মন মনে রাত ভরা পৃথিবীতে উদ্ধত, উচ্চকিত, উদ্বৃত্ত হলেও একঝোঁকা খিল চাই, খিল, ছিটকানি নয়, সঘন মনখিল চাই ই,
অমরাবতীর দৈব প্রাচীরেও তাই ই চাই;

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ