অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল টিম

হালিমা আক্তার ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:২৭:৩৯পূর্বাহ্ন সমসাময়িক ১৮ মন্তব্য

এ যেন হিমালয় জয় করলো বাংলাদেশর মেয়েরা। হিমালয় কন্যা নেপালের কাঠমুন্ডুতে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপাল কে ৩-১ গোলে হারিয়ে জয়ের মুকুট পরে নিল বাঙালি ললনারা। তাদেরে এ জয় মেয়েদের এগিয়ে যাওয়ার পথে সাহস ও অনুপ্রেরণা যোগাবে। নারীর পোশাক গবেষণা যখন বিতর্কের তুঙ্গে। তখন প্রমীলাদের জয় নিশ্চয়ই বাকিদের সামাজিক বাধা পার হতে অনুপ্রেরণা যোগাবে।

২০১৬ সালে নারী ফুটবল টিম প্রথমবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলে হেরে যায়। এ পর্যন্ত নারী দল ৫ বার সাফ গেমসে অংশ নেন। ২০১৬ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়। এখন পর্যন্ত এটাই ছিল সবচেয়ে বড় অর্জন। এবার ভারতকে হারিয়ে আগেই বিদায় করে দেয়। তাদের এ জয় দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। প্রাণঢালা অভিনন্দন বাংলাদেশ প্রমীলা ফুটবল টিমকে।

আজ অভিনন্দন এর বন্যায় ভেসে যাচ্ছে ফেসবুকের টাইমলাইন। আজ আনন্দঘন মুহূর্তে  পোশাকের বিষয়ে কিছু বলতে চাই না। শুধু বলবো -  যে পায়ে রাখতে চাও শিকল পরিয়ে। সে পায়ে, পা মিলিয়ে বিপক্ষের জালে দিয়েছি গোল। এখনো তোমরা করবে শোরগোল।মিছে শোরগোলে লাভ হবে না। তোমাদের চোখ রাঙানি  ভয় পাই না। আবারো অভিনন্দন জয়ী দল কে।

ছবি সংগ্রহ-নেট থেকে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ