অবাঞ্ছিত জীবন (সনেট)

বোরহানুল ইসলাম লিটন ২৩ আগস্ট ২০২২, মঙ্গলবার, ০৭:০৮:২৬পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

আষাঢ়ে বাদলা দিনে ফুটো চালা বেয়ে
সফেদ পাড়নে পড়া ফোঁটা ফোঁটা জল,
চৈত্রের দুপুরে সবে ভাত ঘুম পেয়ে
তখনই কর্কশে আসা কিশোরের গল।

চুপিসারে ছুটে চলা নিশাচরী মনে
নীরদের আড়ে জেগে উঁকি দেয়া চাঁদ,
উপহারে পাওয়া সোনা পোড়ানের ক্ষণে
ভরি থেকে উড়ে যাওয়া তেরো আনা খাদ।

জীবনের পথে তুলে মুসিবত বালা
প্রবাহের বুকে তবু সঁপে চলে যদি,
চলনে কেউ বা তাতে অতি সরু নালা
পরহিতে কেউ হয় বয়ে চলা নদী।

শয়ন যদি বা হয় শুধু এক কাত,
পোহানো যায় কি ঠেলে আধো জাগা রাত!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ