অতৃপ্ত বাসনা

পপি তালুকদার ৩০ জানুয়ারি ২০২১, শনিবার, ১০:৫৯:১৩অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

আবার হয়তো দেখা হবে কোনো এক অজানা পথের বাঁকে।
নিঃশব্দে চলে যাবো ভাবহীন দুচোখ এড়িয়ে।
স্বার্থপর মানুষ হয়তো তুমি দেখনি তাই অর্থহীন অভিযোগ করেছো নির্বিচারে।
হিজল ফুলের দলগুলো দলে দলে ভেসে যায় অজানা গন্তব্যের দিকে।

জীবনের স্রোতে এভাবেই ভেসে যাচ্ছি অজানা বাঁকে।
মাঝে মাঝে তরী ভীরে ভুল ঘাটে,বানের টানে আবার ছুটে চলে দুর অজানাতে।
দূর থেকে ভেসে আসে অচেনা কোনো এক রমনীর গভীর আর্তনাদ।
জীবন তাকে ছেড়ে যেতে চায় অসময়ে অর্থহীন অপরাধে।

অপরাধ তো বটে! নিঃস্বার্থ ভালোবাসাই তো অপরাধ।
রমনীর আর্তনাদ প্রকম্পিত হয় ধরণী, অতঃপর তা মিলিয়ে যায় হাওয়া হয়ে।
ভালোবাসা তার হৃদয় কে ক্ষত বিক্ষত করেছে, দেহটা কে করেছে ব্যবচ্ছেদ।
তাই আজও অতৃপ্ত আত্মার বাসনা নিয়ে ঘুরে ফিরে ভালোবাসাকে পেতে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ