হিংসে থেকে উঠে আসি- আমরা

নাজমুল হুদা ১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ১২:২৮:৩৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

হিংসে আমার ঝিরিঝিরি বৃষ্টিফোঁটা
তাঁর উৎপত্তি, ব্যাখ্যা, শেষ পরিনতিতে
হিংসে তখন- তোমার সান্ধ্য ভাষার বাক্য নীতিমালায়।

সদ্য বসতে শিখা কোনো শিশুর ঘরোয়া স্নান
দৃষ্টি নন্দন আওয়াজ তুলা খলখল হাসিতে
হিংসে তখন- তোমার খুঁজে পর পুরুষের কীর্তন খেলায় ।

অবিরাম দাঁতের সুগন্ধ
অদৃশ্য স্নেহের উক্তিতে
হিংসে তখন- শুনি তোমার স্টেথোস্কোপের গভীর তুলায়।
...

ইচ্ছায় পোষো নাকি দ্বিধায় বলো
ভাবুকরা এমন হয়- আসক্তি তোমার একের ভিতর দশটায়।

এমন সব ভুল ধারণার বাঁধ ভেঙে
হিংসে না আর বলতে ইচ্ছে করে
আমার তুমি তোমার আমি- বসবাস বিপদসীমার এক এলাকায়।

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ