- অন্ধকার ভেদ করে পূব আকাশে উদিত হয়
- মুক্ত দিনমণি, মুক্ত পথ পেয়ে,
- আলো দেয় সবুজ শ্যামল প্রকৃতিতে।
- মুক্ত গগন পেয়ে বিহগ মেলে পাখা,
- নেই কো কোনো ভয়,
- স্বাধীনতার স্বাদে আনন্দে আনন্দে
- গেয়ে যায় গান দিনের পর দিন।
- মুক্ত স্রোতস্বিনী পেয়ে মাঝি যায়, স্বাধীনতার স্বাদে
- মনের অভিলাষে গান গেয়ে,
- অসুর দৈত্যাের নেই কো কোনো ভয়।
- যা আসলে যে খাইনি সে কি বুঝবে তার স্বাদ,
- যে খেয়েছে তাকে জিজ্ঞেস কর,
- আসলে তা কি বিস্বাদ ।
- যে পরাধীন সে কি বুঝবে স্বাধীনতার স্বাদ,
- যে স্বাধীন তাকে জিজ্ঞেস কর না ,
- স্বাধীনতা কি স্বাদ?
- রচনাকালঃ
- ২৩/০৩/২০২০
৪৫৯জন
৩৭১জন
১০টি মন্তব্য
মনির হোসেন মমি
পরাধীন মনোভাবাপন্নরা বুঝবে না স্বাধীনতার কী স্বাদ।
খুব ভাল হয়েছে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।
আরজু মুক্তা
স্বাধীনতা থাকবে তবে অন্যদের বাদ দিয়ে নয়।
ভাই অন্যদের লেখাও পড়ুন। মন্তব্যও করুন।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
অত সময় পায় না।
শুভকামনা রইল সতত।
আরজু মুক্তা
তাই বলে, একটা পোস্টও পড়ার সময় নাই। আপনার মতে, আমরা কাজ করিনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চেষ্টা করব।
হালিমা আক্তার
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। স্বাধীনতার মূল্য অপরিসীম। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল সদা।
সৌবর্ণ বাঁধন
সুন্দর লিখেছেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা।