সাদা থানের প্রতিকৃতি

খাদিজাতুল কুবরা ৪ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ০৯:৪৬:২১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

সফেদের বুকে রঙের ক্ষুধা,

বসুধার বুকে যেমন জলধির সুধা।

একটা ধবধবে থান সফেদই সুন্দর!

ওতে রঙের ছটা ঠিক জুতসই নয়,

এ-ই তো বহমান ভাবনার বিচ্ছুরণ।

মানুষগুলো যেমন নিষ্পাপ শিশু হয়েই জন্মায়;

তেমনি প্রতিটি কাপড় ও মূলত সাদা।

মানুষ পঙ্কিলতায় নিমজ্জিত হয় লালসালু লালসায়,

আর কাপড় বর্ণিল হয় শিল্পের ছোঁয়ায়।

রুপ- রঙ, লতা- পাতা, আল্পনা- জল্পনার মিশেলে তাঁতির হাতেই সাজে বহুরুপী পাতাবাহার!

সাদাকে সাদাসিধে পেয়ে কেউ যেমন কালিঝুলি মাখে,

আবার কেউ তাতে রামধনু থেকে রঙ চেয়ে নিয়ে কারুকার্য আঁকে।

মজার ব্যপার হলো এই শৈল্পিক আঁকিয়ে বড্ড হাতেগোনা,

ডিজিটাল পৃথিবীতে গ্রাফিকসই বেশি জনপ্রিয়,

কর্পোরেট যুগে কদর না পেলে শিল্পে কি আর মন লাগে?

রঙের খোয়াব দেখে দেখে দিনরাত একাকার করা সফেদ এখন মলিন,

সময়ের বয়স বেড়ে হয়েছে দ্বিগুণ,

চোখে চাল্লিশার ধোকা, চুলের ফাঁকে শেষ বিকেলের রেখা আঁকা ।

সন্ধ্যার আঁধারে রঙ বেরঙ সবই সমান।

মলিন সফেদ আর হলোনা রঙিন।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ