শুরুটা যখন শেষে

রাফি আরাফাত ৯ জুন ২০১৯, রবিবার, ০১:১৫:৪৪পূর্বাহ্ন গল্প ১২ মন্তব্য

কোন সম্পর্কের শুরুটা যেকোনো মুহুর্তে হতে পারে। কিন্তু শেষটা যখন হওয়ার কথা ছিলো তখনই হয়। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত শেষটাই হয়তো কখনো কাঙ্ক্ষিত শুরুকে ইঙ্গিত করে--------।

- আচ্ছা আমাকে চিনো তুমি?
-হুম চিনি তো। আপনি রহিম চাচার ছেলে।কি জন্য ডাকছেন বলেন।একটু তাড়া আছে।
- তোমার আবার কিসের তাড়া?
- আমার বয়ফ্রেন্ড আসবে।
- মানে তোমার বয়ফ্রেন্ডও আছে?
- হাহাহাহা,মজা করলাম।কি বলবেন তারাতারি বলেন।
- তুমি কি বাসা যাচ্ছো?
- হুম।
-তাহলে এখানে দাড়িয়ে আছো কেন?
- একটা বন্ধু আসার কথা,কিন্তু আসছে না কেন জানি। হয়তো আসবে না।
- আমি বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তাহলে?
- আপনি?আপনি কেন যাবেন আবার?
- না মানে আমার ওইদিকে দরকার ছিলো আর কি!
- ওহ,আচ্ছা ঠিক আছে চলেন।
---
- আরে নাদিয়া তুমি,তুমি এখানে কি করছো?
- একটু কাজে আসছি,অবশ্য কাজ শেষ। এখন চলে যাবো। আপনি এখানে কি করছেন?
- ওহ,আমিও কাজে আসছি।
- তাই বলে আমিও কাজে আসলাম আর আপনিও কাজে চলে আসলেন তাও আবার একই জায়গায়?
- না মানে ইয়ে,চলো সামনে যাই।
- হুম,আচ্ছা।
- আচ্ছা তুমি এতো সুন্দর কেন নাদিয়া?
- কেন? তাই তো, আমি কেন সুন্দর?
- মজা নিচ্ছো?
- আপনি যেমন কথা বলছেন তেমন উত্তর পাইছেন।
- আচ্ছা আপনি ছাড়া তুমি বলা যায় না?
- আপনি মিথ্যা ছাড়া সত্য বলতে পারেন না?
- মানে?
- কিছুনা,আমে গেলাম,ভালো থাকবেন।
---
- নাদিয়া!
- আরে আপনি,এখানে কি করেন।
- তোমার অপেক্ষা করছিলাম।
- আমার অপেক্ষা! কিন্তু কেন?আমার জন্য অপেক্ষা করার কি আছে?
- আচ্ছা তুমি কি কিছু বুঝো না?
- হুম অনেক কিছুই তো বুঝি। তাহলে এমন কেন করো?
- আমি আবার কেমন করি?আচ্ছা কি হয়েছে আপনার বলেনতো?
- না কিছুনা।
- সব হারাবেন একদিন।
- মানে?
- ভালো থাকবেন।
---
- কি হলো ডাকছো আজ হঠাৎ করে।কিছু বলবা নাদিয়া?
- হুম, আজ অনেক কিছুই বলবো।আমি গত ১ বছর ধরে দেখছি আপনি আমার পিছনে ঘুরছেন। আমি জানি আপনি আমাকে ভালবাসেন। কিন্তু আপনার কি একটা বারও মনে হয়নি আমি বাসি কি না?আপনার কি একটা বারও জানার ইচ্ছে হয়নি? হ্যাঁ আমিও আপনাকে ভালবাসি। অনেক আগে থেকে ভালবাসি। কিন্তু আপনি আমাকে এই ছোট্ট কথাটা বলতে পারলেন না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি তো শুধু এই ভালবাসি কথাটাই শুনতে চেয়েছিলেন তাই না। আপনার আশা তো পূরন হলো। শুধু আমারি ----।যাই হোক আপনি মানুষটা অনেক ভালো। কিন্তু একটু বেশি ভালো হয়ে গেছেন আপনি। কথায় আছে না, অতিরিক্ত কিছু ভালো না।সে রকম বেশি ভালো হওয়াটাও ভালো না। ভালো থেকো।
---
আজ নাদিয়া আমাকে ছেড়ে চলে গেলো। অথচ আজই আমি ওর মনের কথাটা জানতে পারলাম। হয়তো আজ আমাদের হাত ধরে নদীর ধারে হাটার কথা। কিন্তু ------।
---
(সব সম্পর্কের শুরুটা ভালবাসি দিয়ে হয়না,কিছু সম্পর্কের শুরু ভালো থেকো দিয়েও হয়)

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ