যাযাবর জীবনে দুখ

জাহাঙ্গীর আলম অপূর্ব ২০ মার্চ ২০২১, শনিবার, ০৭:১৬:৪৮অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
  1. হে বিধাতা আর কত ভেসে বেড়াব
    ঐ মেঘের ভেলার মতো।
    ভালো লাগে না আর এই ভাবে ভাসতে
    কবে হবে আমাদের মতো যাযাবরের স্থায়
    জানি না,
    সুখের জন্য শুধুই কি বিপ্লব করতে হবে
    নাকি ললাটে নেই কোনো সুখ
    নাকি আছে শুধুই দুঃখ।
এই যাযাবরের ললাট রাজ্যে  জাগরিত
হয়নি কভু সুখের উল্লাস।
জন্ম জন্মান্তর শুধু ভোগ করতে হয় দুঃখ,
এটই কি বিধাতা আমার জন্য তোমার বিধান,
তুমি যদি চাও বিধাতা আমি আজন্ম সুখহীন থাকব,
কভু ভুলেও কোনদিন চাইব না সুখ।
রচনাকালঃ
১৫/০৩/২০২১

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ