মেঘবর্ষা

ছাইরাছ হেলাল ৪ জুলাই ২০১৫, শনিবার, ০২:৪১:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

ঝিরিঝিরি বৃষ্টির উড়নি ফেলে
এই মেঘবর্ষার জ্যোৎস্না চোখে
ঘোর অমাবস্যা।
জ্যোৎস্নার জোনাকি নিস্তব্ধতায়
মিটি মিটি চোখে কী যে দেখ!

মেঘেদের উপত্যকার গিরি পথে
রোঁদেদের উঁকিঝুঁকি,
মায়া কুহেলিকায় মায়া ঘোরে
মায়াঞ্জনে চোখ ফেলে
কী যে কর!!!

সায়ন্তন সাচিঁ মেঘ, সুরাইয়া তুমি,
ঝিরিঝিরি বৃষ্টিবেশে নেমে এসো
এই ধানসিঁড়ির তপ্ত বুকে, বা
শিলা বুকে পিষ্ট কর এ অধর ধরণী।

সত্যিই তুমি কি
বিলোল উপোষী উলূকী?
মেহজাবিন!!!!!!!!!

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ