মেঘকুমারী

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৮ মে ২০২১, মঙ্গলবার, ০২:৩৭:৩১অপরাহ্ন ছড়া ৬ মন্তব্য
  1. মেঘ কুমারী, মেঘ কুমারী
  2. তোর বাড়ি কই,
  3. স্বপ্নে আমি দেখেছি তোরে
  4. তুই আমার সই।
  5. আমার বাড়ি আসিস যদি
  6. বসতে দেব পিড়ে,
  7. শরতকাল তোকে নিয়ে ঘুরব আমি
  8. কাশফুলের ভীড়ে।
  9. আমার বাড়ির আতা ডালিম
  10. তোকে দিব খেতে,
  11. চলে যেতে চাইলে তুই
  12. আমি যাব সাথে ।
  13. গগন জুড়ে ভেসে বেড়াস
  14. নানা রঙের বেশে,
  15. তা আমি দেখি ওরে
  16. দিনের ঐ না শেষে।
  17. রচনাকালঃ
  18. ২৭/১০/২০২০
৪১৬জন ৩৮৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ