
বৈশাখের গায়ে রোজা
তবু চল মঙ্গল শুভ যাত্রা-
কবুল করে নাও না রোজা;
এই সব সং যমের আরাধনা
দুচোখে অভিনয়ের কান্না!
তবু কি বৈশাখের রঙ বিরল
থামবে আর? চোখের জ্বালা-
পেটের ক্ষুধা, ধূলি মাখা পথেই
খায় লুটাপুটি-হোক না ইলিশ
ভাতে পান্তা, বৈশাখের ইফতারি।
৩০চৈত্র ১৪২৮, ১৩এপ্রিল ২২
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম! রমজানের বৈশাখী পালনএ ইফাতারী হোক বাংলায়নে। শুভেচ্ছা লিটন ভাই খুব খুব ব্যস্ত সময় চলেছি ।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা বৈশাখির শুভেচ্ছা রইল ভাল থাকবেন
হালিমা আক্তার
চমৎকার বলেছেন। তবে ইলিশ মনে হয় গরিবের সাথে যায় না। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
বৈশাখির শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবে অনন্য সৃজন কবি দা!
নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
বৈশাখির শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——