বেদুঈনের কবি

তৌহিদুল ইসলাম ১ মার্চ ২০২১, সোমবার, ০৭:২৯:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

বিজনপথের শেষসীমানায় অপেক্ষারত
কবি হয়তো কবিতাপাঠে মগ্ন!
স্পর্শী অনুভবে টোল পরা গালে আলতো ছোঁয়ায়
ফাগুনের যে বাতাস তাঁকে ছুঁয়ে যায়,
হে কবি বুঝে নিও -
তোমার কবিতা মিশে আছে
বেদুঈনের বুকভরা ভালোবাসার অস্তিত্বে।

অন্তহীন নিস্তব্ধতায় নিঃসঙ্গ বেদনার হাওয়ার পালে
বয়ে যাওয়া বাতাসের শোঁশোঁ মৃদুমন্দ শব্দে
কেঁপে ওঠে বুক!
অমানিশার ঘোর অন্ধকার ভেদ করে
একদিন আলো আসবেই।

মহাকালকে সাক্ষী রেখে বন্ধকী মনে
বাতায়নবর্তিনী অনুরাগের এপাশওপাশে,
আজ ও আগামীর শত বছরের পূর্ণতা
মিশে থাকুক ললাটে স্মৃতিচিহ্ন হয়ে।

বেদুঈনরা চলে যায়না, তাদের চলে যেতে নেই।
বেদুঈন বাঁচে কবিতার প্রতিটি শব্দে
বেদুঈন বাঁচে পরিশুদ্ধ বিশ্বাসে
বেদুঈন দাগ কেটে যায় কবির মানসপটে -
অন্তরাত্মার বুক চিড়ে।

[ছবি- নেট থেকে]

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ