বৃষ্টি ও নবীণা

কামরুল ইসলাম ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৬:৩২:২৩অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

শহর জুড়ে বৃষ্টি এলো

উষ্ণতার প্রহরে

এক পশলা মন ভিজালাম

নবীণার হাত ধরে ।

নাকের ডগায় বৃষ্টির জল

বাড়িয়ে দেয় শিহরণ

ভেজা চুলের গন্ধ মাখি

অনন্ত নিঃশ্বাসে জাগে মন ।

মেঘ গুড় গুড়, মেঘ গুড় গুড়

বৃষ্টি নামে জোরে

জড়িয়ে ধরি নবীণার চিবুক

শক্ত করে বাহু ডোরে  ।

দেহ ভেজালাম, মন ভেজালাম

বৃষ্টি গেলো থেমে

নবীণার সাথে জেগে উঠিলাম

যুগল উষ্ণ প্রেমে ।

বৃষ্টি আমায় ছুঁয়ে গেলো

ভালবাসার বুক

বৃষ্টির সাথে আমার নবীণা

বারে বারে আসুক   ।

~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০১/১০/১৯

ঢাকা

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ