বীরবাহু উমর পর্ব -৩

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩ জানুয়ারী ২০২১, রবিবার, ০৭:১৬:২৭পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
তোমার অভয়ে মুয়াজ্জিন দিতে
মধুর সুরে আজান
তাই না শুনে নিখিল বিশ্ব
করতো স্রষ্টার জয় গান।
দ্বীনের পথে দিয়েছ তুমি
অঢেল ধন সম্পদ
তার জন্য পেয়েছো উমর
রাসূলের মহব্বত।
তুমি তো ছিল উমর আল্লাহর
রাসূলের দক্ষিণ বাহু
তার জন্য নিধন করতে পেরছো
 ইসলামের সকল রাহু ।
নিজের জীবনের চেয়ে তুমি
রাসূলে বাসিত ভালো
ধর্ম গ্রহণের আগের জীবন
ছিলো তোমার কালো।
ইসলামের রাহু বিনাশ করতে
উদ্ধত উমরের শমশের
কভু উমর তোমার কাজে হতো না
কোনো হেরফের।
রচনাকালঃ
২৯/১১/২০২০
৩৪০জন ২৬৯জন
3 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ