তোমার অভয়ে মুয়াজ্জিন দিতে
মধুর সুরে আজান
তাই না শুনে নিখিল বিশ্ব
করতো স্রষ্টার জয় গান।
দ্বীনের পথে দিয়েছ তুমি
অঢেল ধন সম্পদ
তার জন্য পেয়েছো উমর
রাসূলের মহব্বত।
তুমি তো ছিল উমর আল্লাহর
রাসূলের দক্ষিণ বাহু
তার জন্য নিধন করতে পেরছো
ইসলামের সকল রাহু ।
নিজের জীবনের চেয়ে তুমি
রাসূলে বাসিত ভালো
ধর্ম গ্রহণের আগের জীবন
ছিলো তোমার কালো।
ইসলামের রাহু বিনাশ করতে
উদ্ধত উমরের শমশের
কভু উমর তোমার কাজে হতো না
কোনো হেরফের।
রচনাকালঃ
২৯/১১/২০২০
৩৪০জন
২৬৯জন
৪টি মন্তব্য
আরজু মুক্তা
এতো সুন্দর করে তাঁকে তুলে ধরলেন। আমি তো অবাক। ভালো লিখলেন। শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
অবাক হবার কিছুই নাই আপু
আল্লাহর অশেষ কৃপা ও আমার চেষ্টার ফল
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
খুব সুন্দর করে কবিতায় উমর রাদিয়াল্লাহুর অসাধারণ কাজ তুলে ধরেছেন। তিনি সতসত্যিই মহান মানুষ। মুহাম্মদ সা তাঁর সাহায্য পেয়েছেন অনেক। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক কথা বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল