বাংলার নারী

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৮ অক্টোবর ২০২১, সোমবার, ১১:৪৯:২১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
  1. বাংলার নারী পরে শাড়ি
    নানা রকম সাজে,
    জি সিরিয়াল দেখে তারা
    মন বসে না কাজে।
  2. অলস সময় করে পারি
    সদা করে গল্প,
    যদি কেউ ভাই যেতে রে চাই
    বসো একটু অল্প।
  3. ভালো কাজে মন বসে না
    দারুণ বিমুখ তারা,
    পরচর্চা করে নারী
    কাটে দিন যে সারা।
  4. ইচ্ছে মতোন ঘুরাঘুরি
    জি সিরিয়াল দেখে,
    মনের ভিতর অনেক কথা
    সবকে বলতে থাকে।
  5. আগের মতোন নারীর মন ভাই
    কাজের দিকে ওই নাই,
    হেলায় হেলায় সময় কাটে
    শুধু শুধু ও ভাই।


  6. রচনাকালঃ
    ০৪/০৭/২০২১
    ৪+৪/৪+২
৩২১জন ২৩৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ