- হায় প্রাণ পাখি, তুমি তো একদিন চলে যাবে,
- চলে যাবে আমার এই চঞ্চল পিঞ্জিরা ছেড়ে।
তখন আমি পড়ে রব হরিৎ দূর্বাঘাসের উপর,
ক্লান্ত দুপুরে মাঠে ভিতর জীর্ণ শীর্ণ অবস্থায়।
শত চেষ্টা করে কেউ প্রাণ পাখি প্রতিস্থাপন করতে পারবে না,
আধুনিক সভ্যতার যুগে।
হায় পাখি, তুমি একবার চলে গেলে,
না আস তাতে আবার তাতে ফিরে।
জনম জনম সাধনা করেও ব্যর্থ নিরাশ।
হে পাখি যতদিন তুমি এ পিঞ্জিরাতে বিরাজ করবে
ততদিন থাকবে এই পিঞ্জিরার বাহার,
গেলে চলে তুমি থাকবে না কিছু আর।
সৃজনকারীর লীলা বোঝা বড় দায়,
কেন পাঠালেন, আবার কেন নিবেন?
৩২৭জন
২৬৭জন
৮টি মন্তব্য
আরজু মুক্তা
এটাই তাঁর মহিমা। বোঝা মুশকিল
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল।
নবকুমার দাস
“সৃজনকারীর লীলা বোঝা বড় দায়,
কেন পাঠালেন, আবার কেন নিবেন?”… ভাবার বিষয় কিন্তু এটাই জাগতিক নিয়ম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।
হালিমা আক্তার
সৃষ্টিকর্তার মহিমা বোঝা বড় দায়। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বিধাতার অমোঘ নিয়মে বাঁধা আমরা সব প্রাণীকুল, জন্মিলে মরিতে হইবে । ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম জন্মিলে মরিতে হবে।
ঠিক বলেছেন।।