প্রত্যাবর্তন

নাজমুল হুদা ২২ মে ২০২০, শুক্রবার, ০৩:০৬:১১অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
জোরপূর্বক ঘিরে আছে অনেক কিছু আমাকে;
*
অস্বস্তি, অবহেলা, খোলা জানালা
ঠোঁটে ঠোঁটে বিদ্যুৎ চমকানো অন্ধকার
চোখের জলে একা পোষা হুমকি, আর
ভয় আমাকে ঘিরে আছে- বিশ্বাস করো।
*
ভুলে গেছো
তোমার সর্বকালের প্রেমিকার কথা
রোজ কুয়াশামাখা ইশারায়- তারপর
মাটিতে বিস্ফোরক কন্ঠে প্রেমের ঝড় উঠা।
*
আজ অসমাপ্ত মাটির গল্প শুনো-
ছিঁড়ে নিচ্ছে টেবিলে বেদখলকৃত ঠোঁট
নিষিদ্ধ চুমুতে হচ্ছে বৈধ চুমুর মালিক
*
অসমাপ্ত শ্রমিকের মতো তুমি
আঙুল উঁচিয়ে নয়- এরপর এসো
আঙুলে আঙুল সাজিয়ে ঘোষণা করো
             স্বাধীনতার আধুনিকায়নে আমাকে
             ভয় কিসের--  দখলে নিঃশর্ত নির্লোভ চুমু খাও
             প্রকাশ্যে তুমি আমি অধিক বেশি- স্লোগান দাও।
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ