
বাদলের অঝোর ধারায় অদৃশ্যেরা দৃশ্যমান হয়,
কাছে আসে, উচ্ছ্বাসের পালে হাওয়ারা নেচে ওঠে
প্রমত্ত ওপারের নদী আর কতদূর!
স্রোতের টান উপেক্ষা করে কলহাস্য ভেসে আসে,
কোলাহল ভেদ করে;
দূষণ দুঃস্বপ্নের দুর্ভেদ্য চাটিবাটি গুটিয়েছে এবারে।
এমন দুর্যোগের দুর্বিপাক পেড়িয়ে এসে
শাসন না-মানা স্মৃতিরা, পিছু টানে রীতিবিরুদ্ধতায়,
এখানের এই ফেরিঘাটের কত শত শত রাতে-বিরাতের!
বয়ে যাওয়া সময়ের উত্তাল পালের হাওয়া
হেসে ওঠে নীরবে নীরবে, দীপ্ত দুরন্ত, প্রগলভ,
পারাপারের আনন্দে, হয়ে ওঠা অভ্যাসের মরীচিকায়।
ছবি নেটের।
১২টি মন্তব্য
নার্গিস রশিদ
মুগ্ধতা নিয়ে পড়লাম। শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
হালিমা আক্তার
স্মৃতি রা পিছু টানে। তবু সামনে এগিয়ে যেতে হয়। পারাপারের আনন্দ উচ্ছ্বাস এখন শুধু স্মৃতি হয়ে থাক। জীবন এগিয়ে যাক নতুন স্রোতের টানে। যেখানে অপেক্ষার প্রহর থাকবে না। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
এখন শুধই স্মৃতি, শুধুই পিছনে ফিরে ফিরে দেখা।
এখন শুধুই এগিয়ে যাওয়া আনন্দে আনন্দে।
রিতু জাহান
সনাতন জীবনে টান আজও,, ছাড়ে না পিছু,,
নদীর ছলাৎ শব্দে বিমোহিত যান্ত্রিক জীবন কি সে তাল সামলে চলে কবি?
দারুন,,,
ছাইরাছ হেলাল
বিমোহিত ছলাৎ শব্দের পিছুটান উপেক্ষা করা যায় না, উপেক্ষা করা হয়-ও-না।
আপনি খুব সুন্দর করেই বলেন।
ভাল থাকবেন।
রিতু জাহান
জীবন থমকে গেছে, থমকে যায়,, কেনো যে যায়!
জীবন যেনো ছন্দতালে চলছে না,, চলে না। বেসুর বাজে কোথাও।
পাশে থাকবেন,, জানি
ছাইরাছ হেলাল
জোয়ার-ভাঁটার জলজ স্রোতে থাকে অস্তরাগ
থাকে উজ্জীবনের স্বরাজ, যতই বাজুক বেহাগ।
আপনি ভাল-ই থাকবেন।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, আমি এখানে মন্তব্য দিতে পারছি না। কারণ আমি শিরোনামটাই বুঝিনি।
প্রগলভ মানে কি? পাগল?!
এখন আবার বইলেন্না গুগলে গিয়ে এর অর্থ খুঁজে বের করতে। গুগল জানলেও বলবে না। কারণ আপনি কোন অর্থে কি লিখতে চান সেটা বুঝতে পারার ব্রেন গুগলের গুদামে নাই 🙁
ছাইরাছ হেলাল
পগলভ মানে নিঃসঙ্কোচ ভাব প্রকাশ,
মন্তব্য না-দেয়ার দারুণ বুদ্ধি।
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
স্মৃতি রা পিছু টানে। তবু সামনে এগিয়ে যেতে হয়।
পাঠে মুগ্ধ হলাম দাদা,
আপনার জন্য শুভ কামনা সবসময় //
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
স্মৃতির ডাক আমাদের পিছু টানে।