1. আমি আলিবর্দি খাঁর বিচক্ষণতা ও দূরদর্শিতার কথা বলছি,
    আমি রত্নগর্ভা মা আমেনার কথা বলছি,
    আমি আরও স্বচ্ছ করে বলি,
    আমি বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলার কথা বলছি,
    আমি প্রাসাদ ষড়যন্ত্র ও গোপন বৈঠকের কথা বলছি,
    আমি ক্ষমতালোভী পরশ্রীকাতর ঘষেটি বেগমের কথা বলছি,
    আমি আলিনগর সন্ধি কথা বলছি,
    আমি উমিচাঁদ আর মিরনের কথা বলছি,
    আমি প্রধান সেনাপতির শপথের কথা বলছি,
    আমি ক্লাইভের চরণ লেহ্য কুত্তা মীর জাফরের কথা বলছি,
    আমি সেই হলওয়েলের অন্ধকূপ হত্যার কথা বলছি,
    আমি মীর মর্দন  আর মোহনলালের কৃতজ্ঞতা  কথা বলছি,
    আমি বির্তকিত লবণ আর ইংরেজদের শোষণের কথা বলছি,
    আমি নবাবের প্রধান গুপ্তচর নারায়ণ সিংহের কথা বলছি,
    আমি পলাশীর আম্রকাননের নাটকীয় কাহিনির কথা বলছি।

৩৭০জন ২৯৮জন
8 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ