মাটির নিচে আজ যাদের বসত ভিটা হলো!
তাঁদেরও হয়তো অনেক আশা ছিলো..
তাঁরা ভাল মন্দ যেমনই ছিলো…
তাঁদের আশাগুলো হয়তো নিষ্পাপ ছিলো..
বুক ভরা আশা রেখেই তাঁরা আজ কবরে…..
কোথায় আছে তাদের নিষ্পাপ আশাগুলো?
অনেক যত্নে যা বুকের মাঝে সাজিয়েছিলো.
বহু মানুষ হাজারো আশা রেখে চলে গেলো.
আমিওতো একদিন চলে যাব মাটির নিচে!
অনেকে কাঁদবে সাথে নিষ্পাপ আশাগুলোও।
তবে কি আমার নামাটাও তাদের সাথে—-
অনেক স্বপ্ন আমারও,সাজাবো আশাগুলো..
১৬টি মন্তব্য
পপি তালুকদার
প্রতিটি মানুষের আশা থাকে । কিছু নিস্পাপ আশা তাকে আমৃত্যু কষ্ট দেয়।
শুভকামনা ও শুভেচ্ছা রইল।
শামীনুল হক হীরা
ঠিক ঠিক ঠিক।
অসংখ্য ধন্যবাদ প্রিয়।
সাখাওয়াত হোসেন
নিষ্পাপ আশা কখনো কখনো বেদনায় ভরা।
ভাল থাকবেন ভাইয়া, দারুণ লিখেছেন।
শামীনুল হক হীরা
many many thanks. all the best.
শামীনুল হক হীরা
many many thanks all the best
সুপর্ণা ফাল্গুনী
সবাইকেই চলে যেতে হয়, সবাই একদিন স্বপ্ন, আশা, ভালোবাসায় মুড়ে ছিলো । আজ সবাই মাটির বিছানায় মিশে গেছে। জীবনের কঠিন সত্যটাকে তুলে ধরলেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
really I am very proud of you for the comment’s. thanks.
শামীনুল হক হীরা
really I am very proud of you for the comment thanks,
আরজু মুক্তা
আশা নিরাশার দোলাচলেই তো জীবন চলে।
শামীনুল হক হীরা
many many thanks…
শামীনুল হক হীরা
many many thanks
সাবিনা ইয়াসমিন
বিদায়ের কালে সবই পড়ে থাকে। আশা প্রত্যাশা সবই যাপিত জীবনের অংশ। মৃত্যুর পরে শুধু স্মৃতি টুকুই রয়ে যায় কারো কারো মনে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
★ লেখার শিরোনাম এবং লেখকের নাম আলাদা করে দেবার কোন দরকার দেখি না, বরং এভাবে দিলে দৃষ্টিকটু দেখায়। আপনার পোস্ট প্রকাশের সময় খেয়াল রাখুন প্লিজ। মুল লেখার সাথে বাড়তি কিছু যোগ করা থেকে বিরত থাকুন।
শামীনুল হক হীরা
ঠিক আছে প্রিয়।।
ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।।
শামীনুল হক হীরা
all the best thanks all
শামীনুল হক হীরা
thanks
শামীনুল হক হীরা
thanks a lot of