রাতের বেলা ঘুমের আগে
নেবে অজু করে
শয়তান থেকে রক্ষা পাবো
সারা রাতটি ধরে ।
ডান দিকে মুখ করে শুয়ে
নবীর আদর্শ মানি,
তার কথাতেই পুরো জীবন
মানলে হবে জ্ঞানী।
শুয়ে শুয়ে দরুদ পড়ুন
হবে শুধু পূণ্য,
এমন জীবন না হলে ভাই
আখের হবে শূন্য।
শোয়ার আগে বিছানাটা
ছেড়ে নেবে ভালো,
নবীর আদর্শ মানলে হবে
তাদের জীবন আলো।
নবীর কথায় জীবন চললে
আখের হবে সুখী
নইলে তোমার জীবন হবে
পরকালের দুখী।
রচনাকালঃ
১১/০৭/২০২১
২৯২জন
২৪৪জন
৬টি মন্তব্য
আরজু মুক্তা
নবীর কথা মেনে চললে, সবারি ভালো হবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল
হালিমা আক্তার
আল্লাহ আমাদের সকলকে নবির আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
মেনে চলতে চাই কিন্তু সবসময় পারি না। আল্লাহ এই তৌফিক দান করুক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
আমিন।।
শুভকামনা রইল সতত।।।