নবীর আদর্শ

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৪ জুলাই ২০২১, শনিবার, ০৮:২৬:৫৭পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

রাতের বেলা ঘুমের আগে
নেবে অজু করে
শয়তান  থেকে রক্ষা পাবো 
সারা রাতটি ধরে ।

ডান দিকে মুখ করে শুয়ে
 নবীর আদর্শ মানি,
তার কথাতেই পুরো জীবন
মানলে হবে জ্ঞানী।
শুয়ে শুয়ে দরুদ পড়ুন
হবে শুধু পূণ্য,
এমন জীবন না হলে ভাই
আখের হবে শূন্য।
শোয়ার আগে বিছানাটা
ছেড়ে নেবে ভালো,
নবীর আদর্শ মানলে হবে
তাদের জীবন আলো।
নবীর কথায় জীবন চললে
আখের হবে সুখী
নইলে তোমার জীবন হবে
পরকালের দুখী।
রচনাকালঃ
১১/০৭/২০২১

 

২৯২জন ২৪৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ