
প্রজাপতি থেকে রং এনে রাঙাবো এই মন,
রংধনু থেকে সাত রং এনে রাঙাবো ভূবন।
আকাশের নীল দিয়ে সব আশা সাজাবো,
সাগরের ঢেউ দিয়ে হৃদয়ে সুর বাজাবো।
কল্পনার আরো নিবে কতকিছু স্থান,
বাস্তবে মা-বাবার করিবো সম্মান।
সারাক্ষণই দোয়া নেব মা-বাবার থেকে,
দুঃখ যেন পালিয়ে যায় সুখগুলো রেখে।
মা-বাবার আশির্বাদ নেব সদা সারাক্ষণ,
নতুন বছরে করলাম শুধু এতটুকুই পণ।
ছোট ছোট ভাবনা নিলাম অল্প কিছু ইচ্ছা,
দেশপ্রেমিক সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
————————————–
“”””””””””””””””””””””””””””””””””””
🌹🌷🎋❤💖💝💜💟💕💙💞🎋🌹
বিঃদ্রঃ-সোনেলার আসরের সকলকে আমার
নতুন বছরে প্রাণঢালা শুভেচ্ছা তবে যারা
মা-বাবাকে ভালবাসেনা,নিজ জন্মভূমিকে
ভালবাসেনা এ শুভেচ্ছা তাদের জন্য নয়।।
🌹🌷🎋♥❤💗💛💜💝💞💓🎋🌷🌹
১২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর আশাবাদে বর্ষবরণ।
নববর্ষের শুভেচ্ছা রইল প্রিয় কবি।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত।
জিসান শা ইকরাম
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও,
শুভ কামনা।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ অফুরন্ত ভালবাসা রইল
মোঃ মজিবর রহমান
নতুন বছরের শুভেচ্ছা হীরা ভাই।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা আপনার তরে।
আলমগীর সরকার লিটন
সুন্দর কাব্যিক প্রকাশ অনেক শুভেচ্ছা রইল কবি দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
আরজু মুক্তা
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা রইল
তৌহিদ
আপনাকেও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ভাই। ভালো থাকুন সবসময়।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ অফুরন্ত ভালবাসা