নতুন বছরের শুভেচ্ছা

শামীনুল হক হীরা ১ জানুয়ারী ২০২১, শুক্রবার, ০৪:০৬:৩৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

প্রজাপতি থেকে রং এনে রাঙাবো এই মন,
রংধনু থেকে সাত রং এনে রাঙাবো ভূবন।
আকাশের নীল দিয়ে সব আশা সাজাবো,
সাগরের ঢেউ দিয়ে হৃদয়ে সুর বাজাবো।
কল্পনার আরো নিবে কতকিছু স্থান,
বাস্তবে মা-বাবার করিবো সম্মান।
সারাক্ষণই দোয়া নেব মা-বাবার থেকে,
দুঃখ যেন পালিয়ে যায় সুখগুলো রেখে।
মা-বাবার আশির্বাদ নেব সদা সারাক্ষণ,
নতুন বছরে করলাম শুধু এতটুকুই পণ।
ছোট ছোট ভাবনা নিলাম অল্প কিছু ইচ্ছা,
দেশপ্রেমিক সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

 

————————————–
“”””””””””””””””””””””””””””””””””””
🌹🌷🎋❤💖💝💜💟💕💙💞🎋🌹
বিঃদ্রঃ-সোনেলার আসরের সকলকে আমার
নতুন বছরে প্রাণঢালা শুভেচ্ছা তবে যারা
মা-বাবাকে ভালবাসেনা,নিজ জন্মভূমিকে
ভালবাসেনা এ শুভেচ্ছা তাদের জন্য নয়।।
🌹🌷🎋♥❤💗💛💜💝💞💓🎋🌷🌹

৩৯৭জন ৩২৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ