মানুষ মানুষের জন্য
মানবতা হউক প্রধান ধর্ম
ধর্ম যেখানে প্রতিবন্ধকতা
মানবতা;
সেখানে নির্বিগ্নে চলা।

মরলে দেহ ভষ্ম ছাইঁ হবে
লাশের কী দাম শুয়ালে কবরে
পাপ পূর্ণ্যের বিচার হবে কোন কালে!
দুনিয়ায় বসে,
তুমি আমি বুঝিবো কেমনে ?

দুনিয়ায় থাকতে প্রান
করবে না এতো হিসাব
মানুষ মানুষে করো সন্মান
আজকে মরলে কালকে হবো
তুমি আমি চির প্রস্থান।

যখন দেহ থেকে আত্মার হয় বিদায়
তখন দেহের কী দাম আছে বলো না আমায়!
সাড় কঙ্কালে চিনবে কী কে তুমি?
লিঙ্গের বেদাভেদ;
কোনটা হিন্দু আর কোনটা মুসলমান!

ধর্মের চাল চলন ধর্ম মতে ভিন্নতা
সব মানুষের সৃষ্টিকর্তা কিন্তু এক ও অভিন্নতা
জন্ম নিয়ে পরিচয় মিলল ধর্ম তোমার কোনটা
ভাবো এবার দোষ কী তোমার
স্রষ্টাই যখন মুল ফেক্টটা।

স্বর্গ নরক বলে যদি থাকে কিছু
তা লোকায়িত মানুষের কৃতকর্মে
ভাল কর্মে তুমি দু’জগতে হবে চির অম্লাণ
মন্দে তুমি পড়বে ঘৃণার ডাষ্টবিনে।

ধর্ম আগে না মানুষ আগে
মানুষ বড় না ধর্ম বড়
করিওনা অতো বাড়াবাড়ি
মানুষের জন্যই ধর্মের জন্ম
তাই মানুষের আমি পূঁজারী।

-----------------------------------------------------------------------
ছবি:বড় আপুর ফেবুক ওয়াল থেকে নেয়া।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ