তোমাকে হারাই

কামরুল ইসলাম ১০ জুন ২০২০, বুধবার, ০১:২৬:২১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

খুঁজতে গিয়েই, তোমাকে হারাই ~

তুমি বড় বৈচিত্রময় ~

জলের ছায়ায় ছোট্ট ছোট্ট ঢেউয়ের আলপনা ~

স্পর্শহীন অনুভুতির পরশ  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমাতেই তুমি হও বিলীন  ~

অন্তরে,  বাহিরে দূরত্ব সীমাহীন ~

ডোর কাটা ঘুরি, ঠিকানা বিহীন  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমার ছলের কৌশলে ~

দৃষ্টির মায়ায় সৃষ্টির রুপ ~

আমি ডুবি তার অতলে  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমার ইচ্ছা, অনিচ্ছার বেড়াজালে ~

রুদ্ধ শিবিরে আবদ্ধ হই প্রতিনিয়ত ~

খাঁচায় পোশা পাখির স্বপ্নে   ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমার মাঝে তোমার অমিলে ~

শিকারী চিলে কেড়ে নেয় প্রত্যয়  ~

চাওয়া পাওয়ার ভুল খতিয়ানে  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

ভাঙা গড়ার দীর্ঘশ্বাসে ~

মনের ক্যানভাসে যেভাবে রচি ~

তুমি নাই তার আশে পাশে  ।।

 

রচনা কাল ঃ ১০/০৬/২০২০

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ