জীবনের বড়াই

সুপর্ণা ফাল্গুনী ২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:২৬:৪৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

আজ তোমার ঘরে সুখের প্লাবন,
দুঃখরা নিয়েছে বিদায়।
তাইতো করছো বড়াই অন্যের হতাশায়।
প্রিয়জনদের ভীড়ে ভরে আছে জীবনতরী,
অন্যের একাকীত্বে করেছো টিটকারী।
অহংকারের মালা পড়ে হয়েছো উদাসীন,
ভুলেছো আসতে পারে তোমার ও দুর্দিন।
তোমার উঠোনে বসন্ত-বিলাস করছে লুটোপুটি,
জেনো বসন্তের সীমান্তে থাকে চৈত্রের ছটফটানি।

অবজ্ঞা,অবহেলায় নিঃসঙ্গতার কান্নাকে বলেছো বাড়াবাড়ি,
তুমিও হতে পারো একদিন একাকীত্বের কান্ডারি‌।
আজ তোমার ঘরে পূর্ণিমার ঝলকানি,
মোম জ্যোসনায় অঙ্গ ভিজিয়ে খেলছো জলকেলি।
খেলবে একদিন একাকী-
অমানিশার আঁধারে কানামাছি,ছোঁয়াছুঁয়ি।
সবদিন সমান যায়না কভু সবারই,
তুমি আমি হাসছি কাঁদছি ইশারায় তারি।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ