জন্মের কোন দিন হয়-না, দিনের জন্ম-ও-না,
তবুও থেকে যায় কিছু-কিছু দিন, কোন কোন দিন,
কোন একটি-দু’টি দিন, ভেসে যাওয়া সময়ের হাত ধরে
যেতে-যেতে যেতেই থাকে, প্রায়ান্ধ দিন, প্রায়বধির দিন,
পূর্ণান্ধবধির দিন, হঠাৎ উঁকিঝুঁকি দিয়ে,
হেসে-কেঁদে-ও ফ্যালে; কোন-কোন-দিন;

অবসন্নতার বিরান ঊষর প্রজ্বল প্রান্তরে
প্রতি মুহূর্তে স্বাদ নিচ্ছে ভাবনা মুহূর্ত
মুহূর্ত জন্ম নিচ্ছে ক্ষণে ক্ষণে, মুহূর্তে-মুহূর্তে,

কোন এক উদ্বেল-নদীতে, হাত উঁচু করে চিৎ-সাঁতারের
সু-ঘ্রাণে ভেসে যাচ্ছে অস্তসুর্যের মত,আস্ত একটি দ্বীপ;
অতলে তল নিচ্ছে, একটি একটু করে,
ভেসেও উঠছে, সুমেরু-কুমেরুতে দ্বীপাণুর বেশে,
নূতন বিনির্মাণে, জন্ম-জন্মান্তরে;

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ