চেনা শহর, অচেনা মানুষ।

কাজি রাশেদ ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ০৭:৩৮:৩৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

উত্তরের এই শহর, এই জনপদ,

ইতিহাস আর ঐতিহ্যের

নানা অলি গলি পথ পেরিয়ে,

কয়েকশত বছর কে সাথে নিয়ে,

টিকে থাকা এই জনপদ আমাকে টানে।

আমি ফিরে ফিরে আসি বার বার।

 

এই শহর আমার মাতামহের,

এই শহর আমার মায়ের,

এই শহর আমার জন্মভুমি।

একটা সময় এই শহর আমাকে

দিয়েছিল বেহিসেবী সাহস,

দিয়েছিলো দুঃসাহস প্রতিবাদে, প্রতিরোধে।

জায়গা দিয়েছিলো মানুষের মনের কোনায়,

ভালোবাসার এক বিশাল জমিনে।

 

সেই শহরে হেটে হেটে সারা দুপুর,

জ্যেষ্ঠ মাসের এক তপ্ত দুপুরে

হেটে হেটে খুঁজে চলি হারানো অতীত।

হারানো সেই মানুষগুলো, যারা ভালবেসে

দিয়েছিলো বিশ্বাস, দিয়েছিলো নির্ভরতা।

 

সেই শহর, এখনো সেই একই আছে,

একই বাজার, একই দোকান,

একই রাজপথ, ভাঙ্গনের শেষ সীমায়,

ময়লা আবর্জনা আর হতাশার অন্ধকার।

 

এখানে সাহসের কোন মিছিল নেই,

এখানে প্রতিবাদের বৈঠক নেই,

আছে মাদক আর নেশার চলমান আড্ডা।

বদলে গেছে মানুষ,

বদলে গেছে কৈশোর,

সদ্য যৌবন এখন  পৌঢ়ত্বের মুখোমুখী,

এখন সব আপোষের টানাপোড়েন।

এখন শুধু--

ঝরে পড়ার বিষাদময় পথচলা।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ