চিঠি

কামরুল ইসলাম ২৯ মার্চ ২০২০, রবিবার, ১০:০৬:৪৩অপরাহ্ন চিঠি ১৭ মন্তব্য

নবীণা,
তোমার ঘন নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে বিশ্বের জলবায়ু । বৈরী মহামারীতে বিষণ্ণতার অবসাদ ঘিরে রেখেছে জনজীবনের চার দেয়াল। আতংকের আশঙ্কায় উদ্দিগ্ন বিশ্ব হৃদয়ে । তোমার বাসনা আর ইচ্ছে গুলো ঝরে পড়ছে অলস সময়ের স্রোতে । তোমার মান অভিমান ক্রমাগতই সৃষ্টি করে দুরত্ব থেকে দুরত্বতর । ছুঁয়ে যাওয়া স্বপ্ন গুলো জেগে উঠে ব্যথাতুর মননে । প্রকৃতির প্রতিকুল মনোবৃত্তিতে পৃথিকরণের করুণ সুর । শান্ত হই, নিবিড় রই, বঞ্চিতদের দলে । সারা বিশ্বের আহাজারীতে যখন বুক কাঁপে, গোপনে কেঁদে বেড়ায় তখন জীবনের আপন সংলাপ । চাওয়া গুলো পাওয়ার খতিয়ানে হয় না নথি । সময়ের গড়মিলে খুঁজে ফিরি চুড়ান্ত হিসাবের তালিকা । ব্যথিত হই, পাপড়ি ছোঁয়া সৌরভে, বিশ্বময় দুর্যোগে । অলস প্রান্তরে ভেসে যায় সময়ের হাল। তার সাথে মন খারাপের অভিলাষ, একাত্মায় বসতি গড়ে তোমার রুঢ় প্রহর । কালের ফ্রেমে বন্দি, অনাদিকালের সুপ্ত অভিপ্রায় । তোমার আহত চিত্তের কস্ট আমি বুঝি, সেখানে আমি নিজেকে খুঁজি । বিশ্ব মন্দা লগনে চাতকের মতো অনেকটা ক্লান্ত হয়ে উঠেছো, অস্থির আর অলসতায় ঘ্রাস করে নিয়েছে প্রতিদিনের দিন লিপি । প্রান্তিক চাওয়া গুলো বিয়োজনের স্তুপে রুপ নিচ্ছে, । ভারী হয়ে উঠেছে আকাশ, বাতাস, নিঃশ্বাস, এবং কোমল মনের কোষ গুলো । তবুও প্রত্যাশা বুনি, ক্রান্তি দুরিকরণে ফিরে আসবে সোনালী ভোর । নীল আকাশ, নির্মল বাতাসে, পাখী গাইবে, প্রজাপতি ডানা মেলবে, ঝরণা ছুটে চলবে প্রকৃতির যথাযথ নিয়মে । আবার আমরা ফিরে আসবো , হাতে হাত ধরে, ভালবাসার প্রান্তরে ।।
এই কামনায়, ভাল থেকো ।
আর নয় আজ ।
তোমার ই
সেকুল
~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৯/০৩/২০২০

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ