
সাগর জানে না
মুক্তা থাকে ঝিনুকে
চাঁদও জানে না
কলঙ্ক যে তার গায়ে;
ঝর্ণা জানে না
তার রূপের বাহার
আকাশও জানে না
তার নীলের সমাহার;
স্বর্ণকার না জেনেই
বানায় কত অলঙ্কার
কারিগর না চিনেই
নারী পড়ছে গলায় মনিহার;
কানন জানে না
হাজারো ফুলের কদর
পথিক বুঝে না
মালীর কষ্টের দরদ;
প্রেম মানে না
বাঁধা বিপত্তি
ভালোবাসা মানে না
অশুভ দৃষ্টি;
মন চায় না
ভালোবাসায় পুঁড়তে
তবুও পুঁড়তে হয়
তুষের আগুনে৷৷
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক কবিতা উপহার দিলেন কবি দা পাঠে মুগ্ধতা হয়েছি
ভাল থাকবেন———–
শামীম চৌধুরী
ধন্যবাদ ভাইজান।
নিতাই বাবু
“ঝর্ণা জানে না
তার রূপের বাহার
আকাশও জানে না
তার নীলের সমাহার;”
দারুণ লিখেছেন, দাদা।
শামীম চৌধুরী
ধন্যবাদ দাদাভাই
বন্যা লিপি
কেউ জানেনা কারো ব্যথা
তবু নিয়ম মাফিক চলছে জীবন অবিরত।
শামীম চৌধুরী
জীবন যেথায় যেমন বফু
মনির হোসেন মমি
আমিতো জানি ভাইজানের গুনের কথা।পাখি বিশ্লেষক ছাড়াও আপনার গল্প কবিতা ছড়া একান্ত অনুভুতি লেখাগুলোও চমৎকার সব।
এ ছড়াটিও তার একটি।
অসাধারন সুন্দর শব্দ চয়ণ বাক্য গঠন।
শামীম চৌধুরী
আপনার উৎসাহে আমি শক্তি পাই ভাইজান। সব সময় পাশে থেকে উৎসাহিত করবেন। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
আয়নায় দেখে সবাই
আয়না জানেনা নিজেকে লাগে দেখতে কেমন!
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
নিয়মিত আসুন। শুভ কামনা 🌹🌹
শামীম চৌধুরী
ধন্যবাদ আপু।
হালিমা আক্তার
সব অজানার সমাহার নিয়ে জীবনের পথ চলা। শুভ কামনা রইলো।
শামীম চৌধুরী
ধন্যবাদ।