প্রিয়তমা শুনছো!
সেই ভোর থেকে মধ্যাহ্ন অবধি,
টিনের চালে বৃষ্টি ফোঁটার রিমঝিম বাজনা,
ঈশ্বানী বাতাসের সাঁ সাঁ শব্দ!
আর গুড়ুম গুড়ুম কালো মেঘের ডাক।
ওগো এই বৃষ্টিস্নাত দিনে মনে পরে না কি তোমার,
সেই সে দিনের কথা।
তোমার পেছন পেছন ছুটে চলা'
বারবার চোখেতে চোখ রাখা,
কখনো আবার লজ্জায় চোখ সরিয়ে নেওয়া।
কাছে থেকেও যে ছিল বেশ নিরবতা,
ছিল অল্প সল্প দুষ্টামির প্রবণতা,
ওগো মনে পড়ে না কি সেই স্মৃতি গুলো,
সেদিন যে যাত্রী চাউনির আশপাশে,
একপশলা বৃষ্টিতে ভিজে
তুমি যে দাঁড়িয়ে ছিলে লজ্জাবতীর আবেশে।
আজকের মতো সেদিনও যে ছিল
এই আসা এই যাওয়া বৃষ্টি বর্ষণ,
আর চোখতে চোখ রেখে হয়েছিল
তোমার আমার প্রথম দর্শন।
জানো খুউব ইচ্ছে হচ্ছে আজ!
এক্ষুণি ছুটে যাই তোমার কাছে,
ধরবো বায়না মানবো না কোনো মানা,
কাদাজলে হেঁটে বৃষ্টিতে ভিজবো দু'জনা।
টুপ টুপ করে তোমার মাথার ক্লেশ বেয়ে জল পরা,
ভেজা আঁচলে বাঁধা কোমর"
আর মায়াবী চেহারায় ছল ছল বৃষ্টি ফোঁটার খেলা!
হবে যে আমার নজরবন্দি।
আর একটি মাত্র ছাতা নিয়ে দু'জনার কাড়াকাড়ি,
আগ পিছে চলা নিয়ে হবে একটু আধটু বাড়াবাড়ি,
শ্যামলের বুক ছিঁড়ে তেপান্তরে ছুটাছুটি।
আরো কতো কি!!
ওগো জানি বাস্তবতার মোড়ে
আজ দু'জনে দূর-বহুদূরে,
তাতে কি আর বল যায়।
হাতে রেখে হাত আর গল্প করে
তৃষিত হৃদয়টা পূর্ণতায় ভরে,
এসো বৃষ্টিতে ভিজি কল্পনায়।
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
মাসুদ চয়ন
প্রিয়তমাকে নিয়ে খুব সুন্দর লেখা।কবির কলমের কাব্য মূর্ছনা আরও বিকশিত হউক।
হাফেজ আহমেদ রাশেদ
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
বাহবা! রোমান্টিক কবি।
হাফেজ আহমেদ রাশেদ
ধন্যবাদ প্রিয়জন
শিরিন হক
দেশপ্রেম, মানবিকতা থেকে প্রেমের কবিতা সবই তো দখল করেছেন লেখায়।
শুভকামনা রইলো।
হাফেজ আহমেদ রাশেদ
অশেষ ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন
শামীম চৌধুরী
বাহ চমৎকার। চলুন সবাই এই বর্ষায় বৃষ্টিতে ভিজি। বৃষ্টি স্নানের আনন্দই আলাদা। সাথে যদি থাকে কদমফুলের গাছের ছায়া।
হাফেজ আহমেদ রাশেদ
জি চলুন না! অনেক ভালোবাসা
শাহরিন
অনেক সুন্দর রোমান্টিক কবিতা।
হাফেজ আহমেদ রাশেদ
অনেকানেক শুভেচ্ছা ও ভালোবাসা
জিসান শা ইকরাম
কল্পনায়ই এমন! বাস্তবে তাহলে কেমন হবে? 🙂
আবেগি কবিতা ভালো লেগেছে খুব।
রাশেদ ভাই, কবিতার শিরোনাম তো উপরেই থাকে। আর কবির নামও থাকে।
তাই লেখার মধ্যে পুনরার আবার শিরোনাম এবং আপনার নাম না দিলেও চলে।
নিয়মিত লেখুন।
শুভ কামনা।
হাফেজ আহমেদ রাশেদ
ধন্যবাদ প্রিয়
ছাইরাছ হেলাল
বৃষ্টি আজ দারুন রোমান্টিক মেজাজে আছে।
খুব সুন্দর করে ভালোবাসার আবেগ ফুটিয়ে তুলেছেন।
হাফেজ আহমেদ রাশেদ
অশেষ ভালোবাসা ভাই
মোঃ মজিবর রহমান
ভিজব ছন্দে আনন্দে
ঘুরবে অংগাওংগিভাবে
প্রফুল্ল হ্রিদয়ে।
সুন্দর প্রেমময় কবিতা।
হাফেজ আহমেদ রাশেদ
ধন্যবাদ প্রিয়জন
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি এসে মনের দরজা-জানালা খুলে দিয়েছে, তাইতো প্রিয়তমাকে ঘিরে এত আকুলতা দেখতে পাচ্ছি। আপনার কবিতা বেশ আবেগী। হোক প্রতিবাদ অথবা প্রণয়,, দুই ক্ষেত্রেই সমান।
আরও লিখুন। শুভ কামনা 🌹🌹
হাফেজ আহমেদ রাশেদ
আপনার প্রতিটি মন্তব্যে বেশ অনুপ্রাণীত হই,ভালোবাসা আকাশ সম