
এমন একটি মুহুর্তই আমি চেয়েছি
যা আমাকে স্বাবলম্ভী করে দেয়
একাগ্রতায়,মননে,বিশ্বাসে
আকাশের নীলে,নিঃশ্বাসে
আমাকে ছুঁয়ে যাবে, আমার অস্তিত্বের ডানায়
হরেক স্বপ্নের, মুক্ত বাহানায়
প্রসারিত প্রান্তর, আলোক সম্ভার
মৃদু পায়ে হেঁটে চলা, পরম নির্ভিরতার
প্রত্যয়ে জেগে উঠা প্রতিটি ভোর
মাধুরী ছড়ানো অমানিশার ঘোর
দোয়েলের শিষে মনে দেওয়া দোল
কাঠাল পাতার ছায়ায় ছোবল
মায়ায় ঘেরা আবৃত বিলাস
পদ্ম পুকুরে ঢেউয়ের উল্লাস
স্বপ্ন বোনা প্রহর গুনা প্রহরে
নিজেকে খুঁজে পাবো, অচেনা শহরে
এমন একটি মুহুর্তই আমি চেয়েছি
উন্মুক্ত ধরায় বিমুগ্ধতা খুঁজেছি ।।
রচনা কাল ঃ ১৭/১২/২০২০
ঢাকা
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এমন একটি মুহুর্ত খুবই দুর্লভ! তবু্ও চাই এমন একটি মুহুর্ত আসুক, কিছু অনুভব জড়িয়ে থাকুক।
সুন্দর কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
শামীনুল হক হীরা
অসাধারণ একটা থিম নির্ধারন করে অসাধারণ লিখলেন।। বেশ দারুণ।। শুভেচ্ছা জানবেন আগামীর।।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমার শৃঙ্খলে জীবনবোধের উপস্থাপন।
প্রকৃতির ছোঁয়ায় বেশ প্রাণবন্ত।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ জানবেন প্রিয় কবি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা ভাই
আরজু মুক্তা
ভালো লিখলেন
বানান গুলো সম্পাদন করে নিন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু