ছায়া...
ছায়া...

অ)  কতোটুকু চেনো তুমি নিজেকে? কমা, সেমিকোলন নাকি বিস্ময়কর যতি!
আমি বলি, “এটুকুই চিনি,
তোমার ওই প্রশ্নের মতোই!”

চোখ...
চোখ...

(আ) কি চাইবার আছে আর!
মরুভূমি পেয়েছি, সমুদ্রও; দু’ চোখেই আমার।

মেঘ-পাহাড়...
মেঘ-পাহাড়...

(ই) পাহাড়ের গায়ে আকাশ নাকি মেঘ?
কি জানি কোনটা!
যেমন উদ্দেশ্য আর বিধেয়, না কি!

বিত্তহীন নদী...
বিত্তহীন নদী...

(ঈ) বিত্তহীন নদী দেখো,
গাঙচিলেরও দেখা মেলেনা;
সাঁতার? নাহ!

রাস্তা...
রাস্তা...

(উ) আরেকটি মাইলস্টোন অভিমুখে !
রাস্তা থেমে থাকতে জানেনা...//

হ্যামিল্টন, কানাডা
৩১ মার্চ, ২০১৭ ইং।

<<এইমাত্র, এখুনি হঠাৎ করে লেখাগুলো চলে এলো। সোনেলা আমার খোলা খাতা। লিখে রেখে চলে যাই, যা মন চায়, তাই-ই>>

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ