আমার ভালবাসা, আমার পৃথিবী

রুমন আশরাফ ২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১২:০৭:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
প্রথম যখন ওকে দেখি এক অন্য রকম ভালোলাগায় সিক্ত হয়েছিলাম। খুশিতে আনন্দে যেন আত্মহারা ছিলাম। বারবার তাকিয়ে দেখতাম। আমার এভাবে তাকিয়ে থাকার জন্য আমার মা প্রায়ই বলতেন, ওভাবে নাকি বারবার তাকাতে নেই। নজর লেগে যায়। তবুও দেখতাম ওর মুখটি। দেখে আনন্দ পেতাম। অন্যরকম একটি ভাল লাগা কাজ করতো। মাঝেমাঝে কাছে টেনে নিয়ে গায়ের গন্ধ শুঁকতাম। অন্যরকম এক গন্ধ। ভালোলাগার, ভালবাসার। মাঝেমাঝে চুলে ইলিবিলি কাটতাম। কোলে নিয়ে আদর করতাম, তুলতুলে গালে চুমু খেতাম। ওর হাসিমাখা মুখটি দেখলে ভেতরটা কেমন যেন করে উঠত। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতো। এরপর একসময় আপন মানুষটির কাছাকাছি থাকাটা বেশীদিন আর সইল না। চলে এলাম দূরে কর্মস্থলে। একমাস দুমাস পরপর দেখা হতো আমাদের। এর মধ্যে কেটে গেলো সাতটি বছর। দূরে থাকি বলে দেখাও হয় অনেকদিন পরপর। ইদানিং মনে হয় আমাদের মধ্যে কেমন যেন একটি দূরত্ব তৈরি হয়েছে। আগে তো প্রায় প্রতিদিনই মোবাইলে কথা হতো আমাদের। কিন্তু এখন খুব একটা হয় না। হয়তো লজ্জা কিংবা জড়তা কাজ করে ওর ভেতর। তবে মাঝেমাঝে দুষ্টমিও যে করে না তা নয়। ম্যাসেঞ্জারে চ্যাট হয় আমাদের। কখনও ভিডিও কলেও কথা হয়। সেলফি তুলে আমাকে ইনবক্সও করে। আরও কত কি!
 
দেখতে না দেখতে ও বেশ বড় হয়ে গেছে। ওকে কাছে না পাবার একটা চাপা কষ্ট রয়েই গেছে। জানি না এভাবে আর কতকাল থাকতে হবে। মোবাইলে নয়, সামনাসামনি ওর মুখ থেকে ‘আব্বু’ ডাকটি শোনার চেয়ে মধুর ব্যাপার আর কি হতে পারে! আম্মু, তোকে দেখিনা অনেকদিন হল। বড্ড দেখতে ইচ্ছে করছে রে!
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ