বাড়ি আমার ভোলা ভাই
মনটা ভীষণ খোলা তাই
বলে আমার চাচা
সবার সাথে মিশে যাই
নিত্য বসে খাবার খাই
জীবনটা তো বাঁচা।
আমার জেলায় হয় খেলা
প্রকৃতির সেই দিন মেলা
নানা জিনিস যত,
দ্বীপে ভাসে ওই ভেলা
ঐতিহাসিক নিজ জেলা
পর্যটক ওই শত।
ঢাকা থেকে অনেক দূর
পাখির আছে মধুর সুর
বিভোর করে প্রাণ,
রাতে ছাড়ায় জোনাক নূর
বনে আছে হাতির শূঁড়
দেখে ধরি গান।
রচনাকালঃ
০৫/০৭/২০২১
৪+৩/৪+৩/৪+২
——————————
দেশের জন্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
আসুক যতোই ঘাত প্রতিঘাত
আসুক যতোই ঝড়
দেশের জন্য লড়বো মোরা
করবো নাকো ডর।
আপন দেশে পরের শাসন
মানবো না’রে ভাই
আপন দেশে আপন শাসন
করতে মোরা চাই।
আপন দেশে পরের বিধান
মানতে কষ্ট হয়
পর তাড়াতে লড়তে হবে
যোগ্য নেতা কয়।
দেশকে মুক্ত করতে হবে
দেশই হলো মা
তার গর্ভে যে জন্ম মোদের
মোরা যে তার ছা।
মনে আছে ভাই যাদের ডর
থাকবে দাস তাই
ঐক্য গড়ো বাঙালি সব
অন্য উপায় নাই।
রচনাকালঃ
০৫/০৭/২০২১
১০টি মন্তব্য
আরজু মুক্তা
দেশপ্রেম না থাকলে কিছুই হবেনা। দুটা কবিতাই সুন্দর।
ভালো লাগলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর ছন্দ মিলানো কবিতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ সকাল
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোঃ মজিবর রহমান
হুম! আর ঐক্য এখন ধান্দায় সব বন্ধ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
চমৎকার ছন্দের মুগ্ধতা ছড়িয়ে গেল। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।
সদা সুস্থ থাকুন।।
রিতু জাহান
নিজের জেলা নিয়ে ভালো লিখেছেন।
ছন্দময়,,,
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল