আব্বা

মুহম্মদ মাসুদ ২৭ অক্টোবর ২০১৯, রবিবার, ১২:২৯:২৪অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

বারবার কান্না করেছি কত-শত
কোলটা ভিজেছে কতবার অতশত।
আদুরে সোহাগে রেখেছো জঠরে
চুমায় চুমায় বলেছো আব্বারে।

মাঝরাতে উঠেছি জোরেশোরে কেঁদে
হাসিমুখে নিয়েছ তোমার কাঁধে।
দুলে দুলে গেয়েছো ঘুমপাড়ানি
দুচোখ বুঝলেও ঘুম পারনি।

সময়ে সময়ে নিয়েছো খবর
আব্বা আমার ঘুমে বিভোর?
টেলিভিশন জব্দ রিংটোন বন্ধ
আব্বা ঘুমিয়ে খুবই আনন্দ।

সংসারের খরচে কিছু বাচিয়ে
হাতে দিতে আম্মুকে লুকিয়ে।
অভিমানের দুয়ারে আবদার মিটাতে
শতশত বায়না চুপেচুপে সামলাতে।

বুয়েটের ১০১১-তে আবরার মৃত
স্বপ্ন পূরণে আমি ব্যর্থ।
মাফ করো প্রিয় আব্বা
আমি তোমারই কিউউটের ডিব্বা।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ