গেলো চৌদ্দ-ই নভেম্বর, আটাশতম জন্মদিনে
ঠিক ঠিক বারোটায়; ঘুম থেকে জাগিয়ে
এক গুচ্ছ কুসুমস্তবক হাতে দিয়ে বললে; তোমাকেই ভালোবাসি প্রিয়ে!
আধ-ভাঙা ঘুম ঘোরে নির্বাক নিস্তব্ধতে
নৈঃশব্দিক কান্নারা অঝোরে ঝরলো কপোল বেয়ে।
তারপর, অভিমানের বরফ একটু একটু করে গলে-
মিশে গেলো নগ্ন চিবুকে
ভীষণ ইচ্ছে করলো,
ষোড়শী বালিকার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না থামিয়ে চিৎকার করে উঠি বলে
ঠিক আছে, আপাতত: এতেই সমস্ত অভিমান ভুলে ভালোবাসা মিশে যাক দুটিতে।
১০টি মন্তব্য
মনির হোসেন মমি
বাহ্ হঠাৎ পাওয়াটা কতটা সহজে মান অভিমানে ভালবাসায় মিশে গেল।দারুণ।
সুপর্ণা ফাল্গুনী
অপ্রত্যাশিত কোনো পাওয়াই মনের সমস্ত রাগ-অভিমান ভুলিয়ে দিতে যথেষ্ঠ সেখানে ফুলের তোড়া তো সোনায় সোহাগা জন্মদিনের উপহার হিসেবে। একান্ত অনুভূতি দারুন লাগলো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
জন্মদিনে প্রিয় মানুষের শুভেচ্ছা না পেলে অভিমান হবেই,
কষ্টের পরিমাপ করা সম্ভব নয়।
কবির জন্মদিন হলে-
শুভ হোক জন্মদিন
শুভ কামনা সব সময়ের জন্য।
সাবিনা ইয়াসমিন
জন্মদিনে পাওয়া অপ্রত্যাশিত আনন্দ তুলনাহীন হয়, আর কাঙ্ক্ষিত মানুষ থেকেই যদি পাওয়া হয় তবে সেই উপহার হয় অনন্য-অমুল্য!
দেরিতে জানা হলো, জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকুন প্রিয় লেখক 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
সব কবি যদি সব কবির লেখা পড়ে ও মন্তব্য করে তাহলে সবার ভালো লাগবে
অসাধারণ লিখেছেন
হালিম নজরুল
আপাতত: এতেই সমস্ত অভিমান ভুলে ভালোবাসা মিশে যাক দুটিতে।
রেজওয়ানা কবির
হঠাৎ পাওয়া যেকোনো কিছুই মন বেশি আনন্দিত করে। ভালো লাগল আপনার লেখা। শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
যাক মিশে দুটিতে। জন্মদিনের এমন উপহার ভালোই লাগে।
শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
এরকম অপ্রত্যাশিত কিছু পেলে অভিমানগুলো কান্না হয়েই ঝরে।
তৌহিদ
জন্মদিনে অপ্রত্যাশিত যেকোন কিছুই আনন্দঘন হয়ে ওঠে। শুভেচ্ছা আপনাকেও।