
গভীর রাতে যখন প্রেম খুঁজে পাই না-
তখন স্বার্থের মন বন্দর যে হারাই;
সত্যই কি প্রেম খুঁজে আর পাই?
হয় তো বা পাকা ফসল কাটার জন্য
কিংবা জমি নিড়ানি দেওয়ার জন্য-
প্রয়োজনতার কারণেই শুধু প্রেম খুঁজা!
সত্যই মন বন্দরে বেঁধে রাখে না আপন
স্বত্ব কিংবা ভুলে যাওয়ার আত্মপ্রবঞ্চনা;
তবু- তবু ভুলেই গেছি প্রথম প্রেম-এখন
প্রয়োজনের তাড়নায় খুঁজা অষ্টাদশী প্রেম।
১৬জৈষ্ঠ ১৪২৯, ৩০ মে ২২
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খোজার পালা শেষ ভাই? মন বন্দরে নোঙ্গর যেন একাধিক না হই তাইলে…………………।।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা সুন্দর বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
হালিমা আক্তার
বন্দরে বন্দরে খুঁজে প্রেম। হারিয়ে যায় যদি আসল জনা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বলেছেন কবি দা!
শুভ কামনা রইল সতত!
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–