অবসন্ন শরৎ

ছাইরাছ হেলাল ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৫:২১:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

স্বাদ আসা দেহ-প্রাণ এখন নুইয়ে পড়েছে
পাড়াগাঁয়ের পথে পথে, শহরে শহরে-ও
শ্রান্ত-ক্ষান্ত উৎসব শেষে;

আবার আসবে সে উৎসব এলে
জোয়ারের উঠোন পেলে
ঝরে পড়া রূপ নিয়ে;

উৎসব আজ বিকলাঙ্গ প্রায়
দুরন্ত সিঁদুরের ফলন্ত শরীরী ঘ্রাণে আহ্লাদ হাসে না,
বিবস্ত্র অবসাদে ঢেকে ফেলেছে সাধের ভাঁড়ার ঘর।

হে নক্ষত্র রাত ফিরে এসো আবার
আনকোরা অনাকার হেমন্ত-হাওয়ার জ্বলে ওঠা
প্রচ্ছন্ন উল্লাস-পুনরুত্থান নিয়ে শরৎ-শেষে
কোন এক হেমন্তে;
অন্তহীন-আশা-ভালোবাসার উচ্ছল উদ্দীপনা নিয়ে
নিস্তব্ধ দুপুর কিম্বা সাঁঝের স্বপ্ন-বাসরের মত,
যেখানে নেই ঢেলে-দেওয়া অসীম শূন্যতা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ