আমি অনেক স্বপ্নকে অবলীলায় লুণ্ঠন হতে দেখেছি!
আমি অনেক ঘৃণাকে অবলীলায় জয়ী হতে দেখেছি!
আমি দেখেছি কিভাবে সাধকের সাধনাকে অবলীলায়
গলা পিষে মেরে ফেলা হয়!
আমি পাপকে অবলীলায় অট্টহাসিতে ফেটে যেতে দেখেছি,
দেখেছি পূণ্যকে, কিভাবে ক্রোধে চিৎকার করে কাঁদতে পারে!
আমি মাতালদের উন্মাদনাকে অবলীলায় শীতল হতে দেখেছি!
আমি ধর্ষককের উল্লাসকে অবলীলায় আদিম হতে দেখেছি!
দেখেছি খুনিদের হাত কিভাবে অবলীলায় রক্তে ভেসে যায়!
আমি জয়ীদের আস্ফালনকে দেখেছি অবলীলায় তীব্র হতে!
আমি বিজিতদের মুখে হাসিকে দেখেছি অবলীলায় কিভাবে
শুকনো হয়ে যায়!
আমি শুধু দেখেই চলেছি অনেক কিছু!
এভাবেই একদিন চলে যাব অনেক দূর,
দেখতে, দেখতে, দেখতে…….
৯টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
অতুলনীয় প্রকাশ করে ছে ন
শুভকামনা রইল সতত
ফয়জুল মহী
সুদীপ্ত ও দুর্দান্ত সৃজনশীল ভাবনার অনুপম প্রকাশ।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ।৷ শুভ কামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। শুভ কামনা রইলো
আরজু মুক্তা
শুধু দেখলেই চলবে? কিছু করা শিখতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
অনেক কিছু দেখেছি, দেখছি- শিখছি কতটুকু বা কাজেইবা কতটুকু লাগাচ্ছি? অভিজ্ঞতাকে ক’জনে কাজে লাগাতে পারে! চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। শুভ কামনা রইলো
রেজওয়ানা কবির
দেখা, শেখা আর অভিজ্ঞতা তিনটার সমন্বয় হতে হবে। ভালো লিখেছেন, শুভকামনা ।