অবলীলায় সব….

ফজলে রাব্বী সোয়েব ২৯ নভেম্বর ২০২০, রবিবার, ১২:৪৮:১১অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

আমি অনেক স্বপ্নকে অবলীলায় লুণ্ঠন হতে দেখেছি!

আমি অনেক ঘৃণাকে অবলীলায় জয়ী হতে দেখেছি!

আমি দেখেছি কিভাবে সাধকের সাধনাকে অবলীলায়

গলা পিষে মেরে ফেলা হয়!

আমি পাপকে অবলীলায়  অট্টহাসিতে ফেটে যেতে দেখেছি,

দেখেছি পূণ্যকে, কিভাবে ক্রোধে চিৎকার করে কাঁদতে পারে!

আমি মাতালদের উন্মাদনাকে অবলীলায় শীতল হতে দেখেছি!

আমি ধর্ষককের উল্লাসকে অবলীলায় আদিম হতে দেখেছি!

দেখেছি খুনিদের হাত কিভাবে অবলীলায় রক্তে ভেসে যায়!

আমি জয়ীদের আস্ফালনকে দেখেছি অবলীলায় তীব্র হতে!

আমি বিজিতদের মুখে হাসিকে দেখেছি অবলীলায় কিভাবে

শুকনো হয়ে যায়!

 

আমি শুধু দেখেই চলেছি অনেক কিছু!

এভাবেই একদিন চলে যাব অনেক দূর,

দেখতে, দেখতে, দেখতে.......

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ