অন্তিম চাওয়া

সুরাইয়া পারভীন ৬ জুন ২০২০, শনিবার, ১০:৫৬:৪৯অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

 

তোমার আগে যদি যাই মরে,
একগুচ্ছ দোলনচাঁপা রেখো-
মোর সমাধির পরে।
জীবনাত্মা যে ঘ্রাণ পারেনি নিতে,
মরণাত্মা সে ঘ্রাণ নেবে শুষে।

দোলনচাঁপার তীব্র ঘ্রাণে;
গা গুলাবে, মাথা ঘুরাবে ভেবে
শুষ্ক ঘ্রাণহীন দোলনচাঁপা নিও না কিনে,
শুভ্র সতেজ দোলন চাঁপা তুমি নিও বেছে।

জানি তো! অনেক দূরের পথ পেরিয়ে
পাঁচশ কিলোমিটার দীর্ঘ যাত্রা শেষে,
আসতে হবে তোমায় আমার কাছে।
ফুল গুলো তাই রেখো খুব যতনে,
যেন শুকিয়ে না যায় পথের ক্লান্তিতে‌।

হাসিমুখে ফুল রেখে আমার কবরে,
দু'হাতে তুলে দোয়া করো স্রষ্টার দরবারে।
তোমাতে আটকে থাকা আমার আত্মার-
মুক্তির তরে ফরিয়াদ করো খোদার আরশে

আমি নেই ভেবে-
একফোঁটাও অশ্রু যেন না ঝরে,
তোমার ঐ মায়াবী নয়ন যুগলে।

জানোই তো তোমার ঐ অশ্রুসিক্ত আঁখি,
আমাকে কষ্ট দেয় কাঁদায় ভীষণ ভাবে।
জীবনদশায় যা পারিনি,
মৃতাবস্থায় তা কি করে পারবো সইতে!।।

উৎসর্গ_সমুদ্র

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ