অনুকাব্য

কামরুল ইসলাম ২২ নভেম্বর ২০২০, রবিবার, ১১:৩৮:২২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

প্রতি ভোরে হরেক ফুল ফুটে

সব ফুলের বুকে , সুবাস কি জুটে

তবু তারা ফুটে,  পাপড়ি মেলে

আকাশের বুক জুড়ে , স্বপ্ন ঢেলে

কে রাখি, কবে তার খোঁজ

অযুত ,নিযুত কোটি,  এভাবেই হয় নিখোঁজ ।

 

আছি টান পোড়নের বৈচিত্রে

রীতিমালায় নাই অভিমানের খোঁজ

বৈরী সময়ের প্রতিকুলতা ছুঁয়ে যায়

জীবন নামের প্রবাহে , ত্রিভুজ ।।

 

রচনা কাল ঃ ২২/১১/২০১৯

ঢাকা

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ