শুভ জন্মদিন সোনেলা

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ১২:০৩:৫১পূর্বাহ্ন সোনেলা বার্তা ৫৮ মন্তব্য

সুন্দর বটে তব অঙ্গদ খানি তারায় তারায় খচিত গানটির প্রতিটি শব্দ শুনুন।
এবার ভাবুন এখানে যাকে উদ্দেশ্য করে গানটি গাওয়া হচ্ছে সে হচ্ছে সোনেলা।

আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা....... গানের কথা গুলো মনোযোগ দিয়ে শুনুন আর ভেবে দেখুন তো, এই গানটি কি সোনেলার জন্য গাওয়া হয়ছে? সোনেলার আকাশেই তো আজ অনেক তারার ভীর।

শুভ জন্মদিন সোনেলা   -{@
২০১২ এর ২৩ সেপ্টেম্বর একটি স্বপ্নের যাত্রা শুরু হয়েছিলো। সোনালী রোদের প্রত্যাশায় যে সাইটের যাত্রা শুরু, সে যাত্রায় সাথী আজ অগুনতি। সোনেলার আকাশে আজ অনেক তারার মেলা। যে তারারা সোনেলাকে ভাবে তাঁদের বাড়ি, বাড়ির উঠোন, কেউ ভাবে পরিবার, কেউবা নদীর মোহনা, অনেকেই ভাবেন রাফ খাতা। হাসি আনন্দে ঝক্‌ঝকে আজ সোনেলার আঙ্গিনা।

পুরাতন এবং অভিজ্ঞ লেখকদের সাথে এখানে আছেন বেশ কিছু নতুন লেখক। যারা এই সোনেলা দিয়েই তাঁদের লেখক জীবন শুরু করেছিলেন, তারা আজ বেশ আত্মবিশ্বাসী। নিজস্ব মেধা আর সহজাত আন্তরিকতা দিয়ে প্রকাশ করছেন নিজকে।
কোন সংকোচ নেই, মাথায় নেই কোন বাড়তি চাপ।

একটি ব্লগকে এগিয়ে নেয়ার জন্য যতজন কার্যকরী ব্লগার প্রয়োজন, তার কয়েকগুণ বেশী আছেন এখন সোনেলায়। তাঁদের পদচারনায় মুখরিত আজ সোনেলা। কারো কোন অহমিকা, দম্ভ নেই, আছে সহ ব্লগারদের প্রতি মমত্ব বোধ,গভীর ভালোবাসা আর শ্রদ্ধা।
প্রায় পাঠক শূন্য অন্যান্য ব্লগ- অথচ সোনেলায় পাঠক শূন্য বা মন্তব্য শূন্য কোন লেখা খুঁজে পাওয়া দুরূহ।

২০১৫ তে এসে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে সোনেলায়।
* দিনপঞ্জি - এখানে যে কোন তারিখে ক্লিক করলেই পাওয়া যাবে ঐ তারিখে প্রকাশিত সমস্ত লেখা
* সপ্তাহের সর্বাধিক পঠিত ১৫ লেখা
* মাসের শীর্ষ ১৫ মন্তব্যকারী ব্লগারের নাম
* প্রতিটি পোষ্ট কতবার পঠিত হলো, তার সংখ্যা প্রদর্শন
* প্রতি পাতার ডান দিকের নীচে একটু সবুজ এরো, যাতে ক্লিক করে পাতার উপরে চলে যাওয়া যাচ্ছে

সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার।
সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে
– এই আশায় আমরা বেঁচে থাকি ।

সোনেলার নিজের কথাঃ
আমাদের অট্টালিকা নেই,তবে একখানা কুঁড়েঘর আছে  যেখানে আছে শান্তির ছোঁয়া
আমাদের এয়ারকন্ডিশন নেই, আছে সুশীতল গাছের পাতার নির্মল হাওয়া
আমাদের বৈদ্যুতিক পাখা নেই, আছে তালের হাতপাখা
নেই অত্যাধুনিক সোফা, আছে মেঝেতে বিছিয়ে দেয়ার শীতল পাটি।
আছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, মায়া।

আজকের এই দিনে সোনেলা ব্লগের সমস্ত শুভাকাঙ্ক্ষী, পাঠক, ব্লগার এবং ব্লগ টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আরো পড়ুনঃ

সোনেলা ব্লগ – স্বপ্নের শুরুটা যেভাবে
শুভেচ্ছা সবাইকে

0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ