প্রবেশ নিষেধ

নীলাঞ্জনা নীলা ৬ মার্চ ২০১৬, রবিবার, ০৭:৩১:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৪ মন্তব্য

শৈশব...
শৈশব...

অর্ধেক গল্প রেখে ছুটে যাওয়া বারণ।
তোর আধ পোড়া রোদ্দুরের বিকেল বেলায় রূপকথার ভীড়
কোন আদ্যিকালের টেরাকোটার ছাপে উদাম শরীরের কারুকার্য
কেটে নেয়া হাতের শিল্পে তাজমহলের পর্যটন ব্যবসায় মুনাফা অর্জন।

এই শোন অর্ধেক গল্প বলা কিন্তু বারণ।
তোর কাঁচপোকার আগুণে রাত্রি পুড়ে যায় ফ্যান্টাসির সিনড্রেলায়;
আর তুই, ডুব দিস নীলসাগরে একশো আটটা পদ্মের খোঁজে।

অসমাপ্ত অনুভূতির গল্প বলা বারণ।
এলোমেলোভাবে মাটিতে রাখা পায়ের চিহ্নে
সাদা-কালো আবেগ মাড়িয়ে গিয়ে রংতুলিতে ছবি আঁকা সেও চলবে না।

চুপ! এ আসরে তোর উপস্থিতি, বারণ।
ওরে শৈশব, তোর এখানে প্রবেশ নিষেধ।

হ্যামিল্টন, কানাডা
৫ মার্চ, ২০১৬ ইং।

**ছেলেটা বড়ো হয়ে গেলো। ওর এই ছবিটা দেখে নিজের শৈশব মনে পড়ে গেলো। কোনো সম্পাদনা ছাড়াই লিখলাম। এখুনিই মাত্র।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ