ভুলের মোহে

প্রদীপ চক্রবর্তী ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ০৮:১৭:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

তুমি এসেছিলে কোন এক ঘনঘোর সন্ধ্যায়।
আবরণে আবির, ললাটে লালটিপ দূর হতে নবরাগ রঙ্গিনীরূপে।

এসেছিলে কোন এক গোধূলির শ্যাম বিলাসিনী করবী ফুলের সুগন্ধি মেখে।
এসেছিলে ষোড়শীরূপে।

তখন পুরো পাড়ায় পাড়ায় চলছে বসন্তের মরসুম। চারদিকে ঝরে পড়ে আছে হরিলুটের মতো শুকনো পাতার দল। মাঝেমধ্যে সীমানা পেরিয়ে আসে তোমার ভেজা চুলের পারিজাত সুগন্ধি।
সে সুগন্ধিতে রয়েছে মাদকীয় ঘ্রাণ।

সন্ধ্যার আলো গাঢ় হলে পূর্বাকাশে পূর্ণিমারচাঁদ জলকেলিতে মত্ত হয়ে ওঠে।
একে একে সবাই আলোতে সন্ধ্যা মাখে।

গোষ্ঠে ফেরারি রাখালিয়া বাঁশির ধ্বনিতে রমণীগণ উন্মাদের মতো ছুটে চলে।
বসন্তের দক্ষিণা হাওয়ায় ঢেউ খেলে যমুনার নীর।
সে ঢেউয়ের নীরে কত শিমুল, পলাশ ভেসে বেড়ায়।

সেসবে হারিয়ে যায় আমাদের কত ছেলেবেলার স্মৃতি।
বাড়ে পৃথিবীর ব্যস্ততা।
তুমি তার খোঁজ রাখো না।
তুমি চাইলে তো খোঁজ নিতে পারো।

বরং আমায় ব্যস্ততায় রেখে, মধ্যরাতের ষোড়শী সেজে তুমি অন্যের ঠোঁটে চুম্বন খাও।
রাখো আমায় শতাব্দীর পর শতাব্দী ভুলের মোহে।
কখনো বা অভিমানের অমানিশায়।
.
ছবিঃ সংগৃহীত।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ